• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রত্যাবর্তন ও ঐতিহাসিক জয়ই সর্বকালের সেরা টেস্ট সিরিজ নির্বাচিত

আগামী ১৮ জুন সাউদাম্পটনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে। হাই-ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে বিশ্বের সর্বকালের সেরা টেস্ট সিরিজের (The Ultimate Test Series) নাম ঘোষণা করল আইসিসি। লক্ষাধিক মানুষের ভোটে ইতিহাস রচনা করেছে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রত্যাবর্তন ও ঐতিহাসিক টেস্ট জয়।

The Ultimate Test Series

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে লাল বলের ফর্ম্যাটে বিশ্বের সর্বকালের সেরা টেস্ট সিরিজের (The Ultimate Test Series) অনুসন্ধান শুরু করেছিল আইসিসি। গত দুই সপ্তাহ ধরে এই ইস্যুতে ক্রিকেট প্রেমীদের কাছ থেকে ভোট নিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থায়। প্রায় ৭০ লক্ষ মানুষের ভোট জমা পড়ে। নির্বাচনে ২০২০-২০২১ মরসুমের ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জয়লাভ করেছে বলে জানিয়েছে আইসিসি। চূড়ান্ত পর্বের লড়াইয়ে থাকা ১৬টি দলের ১৫টি মুখোমুখি লড়াইয়ে এই ফলাফল নির্ধারিত হয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক জয়

২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে চার ম্যাচের সিরিজের প্রথম তথা দিন-রাতের টেস্টে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের পর দেশে ফিরে এসেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। অজিঙ্ক রাহানের নেতৃ্ত্বে যুব শক্তিতে ভর করে ওই টেস্ট সিরিজ ২-১ ফলাফলে জিতে ইতিহাস রচনা করে ভারতীয় ক্রিকেট দল। ঋষভ পন্থের চওড়া ব্যাটে ব্রিসবনে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় ভুলবে না বিশ্ব।

সেমিফাইনালে লড়াই হাড্ডাহাড্ডি

সেমিফাইনালে লড়াই হাড্ডাহাড্ডি

আইসিসি-র সর্বকালের সেরা টেস্ট সিরিজ নির্বাচনের যুদ্ধে সেমিফাইনালে অজিঙ্ক রাহানে-টিম পেইনদের মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়-স্টিভ ওয়া বাহিনীর ২০০১ সালের ঐতিহাসিক টেস্ট যুদ্ধে। ইডেন গার্ডেন্সে ফলো অনের পরেও ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের চওড়া ব্যাটে ভর করে কেবল ফিরে আসা নয়, ম্যাচ জিতে ইতিহাস রচনা করেছিল ভারত। 'মাদার অফ অল কমব্যাক' বলে পরিচিত ভারত-অস্ট্রেলিয়ার ওই টেস্ট সিরিজকেও ভোটে পিছনে ফেলে দিয়েছে ২০২০-২০২১ মরসুমের বর্ডার গাভাসকর ট্রফি।

ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

ক্রিকেট প্রেমীদের ভোটে এ লড়াইয়ের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ১৯৯৯ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ। যাকে অনায়াসেই বড় ভোটের ব্যবধানে হারিয়েছে ২০২০-২০২১ মরসুমের বর্ডার গাভাসকর ট্রফি।

English summary
2020-21 Border-Gavaskar Trophy elected as the The Ultimate Test Series of all time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X