For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালে টেস্টে সেরা পাঁচ ব্যাটসম্যান

ভারতের মায়াঙ্ক আগারওয়াল থেকে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে, টেস্টে এবছর একঝাঁক নতুন ক্রিকেট ব্যাটে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন। বর্ষশেষে একনজরে এদের পারফর্ম্যান্স ফিরে দেখা যাক।

  • |
Google Oneindia Bengali News

ভারতের মায়াঙ্ক আগারওয়াল থেকে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে, টেস্টে এবছর ব্যাটে দুর্দান্ত পারফর্ম্যান্স করলেন এরা। সেই সঙ্গে তালিকায় অবশ্য থাকবেন স্টিভ স্মিথ। বর্ষশেষে একনজরে এদের পারফর্ম্যান্স ফিরে দেখা যাক।

মার্নাস লাবুশানে

মার্নাস লাবুশানে

অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান এবছর ব্যাটে দারুণ ভরসা দিলেন। ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও লর্ডসে স্টিভ স্মিথের পরিবর্ত ক্রিকেটার হিসেবে এবছর মাঠে নেমে ৫৯ রান হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

এরপর অজি টেস্ট দলে সারা বছর ধারাবাহিকভাবে খেলেছেন। বছরের শেষদিকে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরি করেন লাবুশানে। টানা তিন ইনিংসে তিনটি টেস্ট সেঞ্চুরি করেন এই ডানহাতি।

একনজরে এবছর মার্নাসের ব্যাটে রান

একনজরে এবছর মার্নাসের ব্যাটে রান

টেস্টে এবছর ১০ ম্যাচে ১৫ ইনিংস খেলে ১০২২ রান হাঁকিয়েছেন লাবুশানে। সংগ্রহ ৩টি সেঞ্চুরি, ৬টি হাফ সেঞ্চুরি।

দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ

দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ

২০১৯ এর টেস্ট সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন স্টিভ স্মিথ। স্যান্ডপেপার গেট কাণ্ডে ক্রিকেট থেকে ১ বছরের জন্য নির্বাসিত হওয়ার পর এবছর অ্যাসেজ টেস্ট দিয়ে পাঁচদিনের ফর্ম্যাটে প্রত্যাবর্তন করেন স্মিথ। এরপর অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান হাঁকিয়েছেন স্মিথ। সব মিলিয়ে এবছর ৭ টেস্ট খেলে ১১ ইনিংসে ৮৭৩ রান হাঁকিয়েছেন। ৩টি সেঞ্চুরি, ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।

জো রুট

জো রুট

তালিকায় তিন নম্বরে থাকবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এবছর ২১ ইনিংস খেলে ৭৭৪ রান করেছেন রুট। ২টি সেঞ্চুরি ও ৪টেস্ট হাফ সেঞ্চুরি রয়েছে।

বেন স্টোকস

বেন স্টোকস

চারে বেন স্টোকস। এবছর ১০ টি টেস্টে ১৯ ইনিংস ব্যাট করে ৭৭২ রান হাঁকান। ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টোকস।

 মায়াঙ্ক আগারওয়াল

মায়াঙ্ক আগারওয়াল

তালিকায় পাঁচে ভারতের মায়াঙ্ক আগারওয়াল। ৮ টেস্ট খেলে ৭৫৪ রান হাঁকিয়েছেন এই ডানহাতি। ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়াঙ্ক। ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। এই তিন সেঞ্চুরির মধ্যেই রয়েছে ৩টি দ্বিশতরান।

English summary
2019's top five Test batsmen of this year,from Marnus Labuschagne to Mayank Agarwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X