For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটারের অবসর, সোশ্যাল মিডিয়ায় করলেন ঘোষণা

ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন। তারপর আর ভারতের হয়ে মাঠে নামেননি। ২০০৭ সালে বিশ্বকাপ জেতা যোগিন্দর শর্মা এদিন অবসর ঘোষণা করলেন।

  • |
Google Oneindia Bengali News

২০০৭ টি২০ বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির হাতে তরুণ ব্রিগেড দিয়ে দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছিল বিসিসিআই। কারণ সেবার টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতের তাবড় ক্রিকেটাররা। সচিন, সৌরভ, দ্রাবিড় - কেউ বিশ্বকাপ খেলতে যাননি। ধোনির হাতে আনকোরা টিম ইন্ডিয়ার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। বাকিটা ইতিহাস।

ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটারের অবসর, সোশ্যাল মিডিয়ায় করলেন ঘোষণা

সেই আনকোরা দলেরই এক নাম না জানা ক্রিকেটার টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। সেই সময় আচমকা খবরে শিরোনামে এলেও কিছুদিনের মধ্যেই তাঁর স্মৃতি ভারতীয় ক্রিকেট জনতার মন থেকে প্রায় মুছেই যায়। তবে ২০০৭ টি২০ বিশ্বকাপের কথা উঠলেই তাঁর নাম মনে পড়তে বাধ্য। তিনি যোগিন্দর শর্মা।

রাইট আর্ম মিডিয়াম পেসার। বলে বিশেষ কারিকুরি নেই। জায়গায় বল রাখতে পারেন। গতির হেরফের করতে পারেন। মোটামুটি এই ছিল যোগিন্দরের প্রোফাইল। এহেন যোগিন্দর শর্মাকে একেবারে ফাইনাল ম্যাচের শেষ ওভার বল করিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার আগে ইংল্যান্ড ম্যাচেই মাত্র মাঠে নেমেছিলেন যোগিন্দর। পাকিস্তানের হয়ে তখন শেষ ওভারে ব্যাট করছেন মিসবা উল হক। খাদের কিনারা থেকে দলকে মিসবা প্রায় জয়ের সরণিতে নিতে এসে ফেলেছিলেন। তবে কে জানত, দিনটা মিসবার নয়, ছিল যোগিন্দরের।

শেষ ওভারে যোগিন্দর বল করতে এসে হোয়াইট আর ছক্কা খেয়ে শুরু করেছিলেন। তখন ধরেই নেওয়া হয়েছিল ম্যাচটা ভারতের হাত থেকে চলে গিয়েছে। এই সময় আচমকা মিসবা স্কুপ করতে গিয়ে উইকেট দিয়ে বসেন। যোগিন্দরের বলে ক্যাচ নেন এস শ্রীসন্থ। ভারত প্রথম টি২০ বিশ্বকাপের ফাইনাল জিতে যায়।

যোগিন্দর সিং এদিন টুইটারে তাঁর অবসরের ঘোষণা করতে গিয়ে বলেছেন, আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমার ক্রিকেট সফর অত্যন্ত স্মরণীয় ছিল। আমি সব ক্রিকেট ভক্তদের আমার পাশে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কখনও ভাবিনি আমি এমন একটি উচ্চতায় পৌঁছতে পারব। আপনারা সকলে আমার অনুপ্রেরণার কাজ করেছেন। সবশেষে আমি আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানাব, যারা সব সময় সুখে-দুঃখে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছে।

যোগিন্দর ভারতের হয়ে চারটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ আন্তর্জাতিক খেলেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, টি-২০ বিশ্বকাপের শেষ ওভারে ম্যাচ জেতানো বোলিং করা সত্ত্বেও তারপরে আর কখনও ভারতের হয়ে মাঠে নামেননি।

English summary
2007 T20 World Cup Hero Joginder Sharma Retires From Cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X