For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৯ মার্চ : ১২ বছর আগে দ্বিতীয়বার একমাত্র ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন শেহওয়াগ

২৯ মার্চ : ১২ বছর আগে দ্বিতীয়বার একমাত্র ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন শেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

করোনার আতঙ্কে কাঁপছে ভারত। বন্ধ রয়েছে ক্রিকেট। স্তব্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ঘরেই সময় কাটছে ক্রিকেটারদের। একই পথের পথিক প্রাক্তনীরাও। তাঁদেরই অন্যতম তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ১২ বছর আগের ২৯ মার্চ, একমাত্র ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন। বিস্তারে জানতে নিচের লেখনিতে চোখ বুলিয়ে নিন।

২০০৪-র মুলতান

২০০৪-র মুলতান

পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত। মুলতানে দুই দলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী মেজাজে পাকিস্তানি বোলারদের কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। ওই ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরান করেছিলেন নজফগড়ের নবাব। ৩৯টি চার ও ৬টি ছক্কা দিয়ে সাজানো ছিল বীরুর ৩০৯ রানের ইনিংস। ছক্কা হাঁকিয়েই ত্রিশতরান পূর্ণ করেছিলেন ভারতীয় লেজেন্ড।

৪ বছর পর চেন্নাই : ২৯ মার্চ

৪ বছর পর চেন্নাই : ২৯ মার্চ

মুলতান টেস্টের চার বছর পর চেন্নাই-র চিপক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচেও দুর্দান্ত ত্রিশতরান এসেছিল বীরেন্দ্র শেহওয়াগের ব্যাট থেকে। ২০০৮ সালের ২৯ মার্চ এই নজির গড়েছিলেন তিনি। ৩১৯ রান করেছিলেন বীরু। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে দুটি দ্বিশতরান করার রেকর্ড রয়েছে একমাত্র তাঁরই।

এলিট ক্লাবে শেহওয়াগ

এলিট ক্লাবে শেহওয়াগ

বীরেন্দ্র শেহওয়াগ ছাড়া বিশ্বের আর তিন জন ব্যাটসম্যান টেস্টে দু-বার ত্রিশতরান করেন। মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান, ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারা ও ক্রিস গেইল রয়েছেন সেই তালিকায়।

ভারতীয়দের মধ্যে আর কে

ভারতীয়দের মধ্যে আর কে

প্রায় এক দশক টেস্টে ত্রিশতরান করা একমাত্র ভারতীয় হওয়ার মর্যাদা ধরে রেখেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। ২০১৬ সালে সেই কৌলিন্যে ভাগ বসিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান করুণ নায়ার। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮১ বলে ৩০৩ রানের ইনিংস খেলেছিলেন এই কর্নাটকী।

English summary
12 years ago this day Virender Sehwag scored 2nd triple hundred in his test career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X