For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কংগ্রেস হল বাজাজ চেতক, আর বিজেপি হিরো স্প্লেন্ডার'

Google Oneindia Bengali News

'কংগ্রেস হল বাজাজ চেতক, আর বিজেপি হিরো স্প্লেন্ডার'
নয়াদিল্লি, ১৯ মার্চ : লোকসভার বাজারে কারও পছন্দ বিজেপি, কারও পছন্দ কংগ্রেস। কেউ বা একটু আপ ঘেঁষা। তাই ব্যক্তি নিরিখে নিজস্ব পছন্দের সমর্থনে উঠে আসে অনেক গুরুগম্ভীর আলোচনা। শব্দ। কিন্তু কখনও কংগ্রেসকে বাজাজ চেতক আর বিজেপিকে হিরো পাল্সার হিসাবে ভেবে দেখেছেন?

আজগুবি বলে মনে হচ্ছে তো? আসলে এই ধারণাটি বাজাজ অটো সংস্থার এমডি রাজীব বাজারের। তাঁর কথায়, সারাক্ষণ মোটরবাইক নিয়েই থাকতে হয়। রাজনীতি খুব একটা বোধগম্য হয় না। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা যেভাবে মোটরবাইকের ধাঁচায় ফেলে ব্যাখ্যা করলেন তা বেশ অন্যরকম।

একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজীব বলেন, আমার মতে কংগ্রেস অনেকটা বজাজ চেতক-এর মতো। একটা সময় দাপিয়ে বেড়িয়েছে। যদিও এখন প্রাসঙ্গিকতা অনেকটাই হারিয়েছে। নিজের সময়ের বেস্টস্লোর ছিল এই মোটরবাইক।

'আপ অনেকটা পাল্সারের মতো,পছন্দ বা অপছন্দ করতে পার, কিন্তু উপেক্ষা করতে পারবে না'

পাশাপাশি বিজেপিকে হিরো স্প্লেন্ডারের সঙ্গে তুলনা করে রাজীব বলেন, ভারতীয় জনতা পার্টি হিরো স্প্লেন্ডার-এর মতো। জ্বালানী সাশ্রয়কারী মোটরবাইক। যা চেতকের বাজার খেয়েছে। চমকদার। চেতকের থেকে একটু ভাল। সত্যিকথা বলতে কী আদতে দুটো একই। সরকার গঠনের দিক থেকে বিজেপি কংগ্রেসের থেকে খুব একটা আলাদা কিছু নয়।

তবে রাজীবের ব্যক্তিগত পছন্দ অবশ্য এক বছর বয়সী আম আদমি পার্টি। নিজের পছন্দের দলকে পছন্দের মোটরবাইকের সঙ্গেই তুলনা করেছেন । তিনি বলেন, আপ অনেকটা পাল্সারের মতো। এটা বাকি মোটরবাইকগুলোর থেকে একেবারে আলাদা। অল্প সময়েই নিজের একটা জায়গা বানিয়ে নিয়েছে। তরুণ সমাজে এই মোটরবাইকের গ্রহণযোগ্যতা বেশি হওয়ায় বাকিদের টক্কর দিচ্ছে। আলাদা, তুমি পছন্দ বা অপছন্দ করতেই পার, কিন্তু উপেক্ষা করতে পারবে না।

কিন্তু আপকে পছন্দ বলেই যে লোকসভা নির্বাচনে আপের সমর্থনে সক্রিয় রাজনীতিতে আসবেন, তা একেবারেই নয়, সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজীব।

English summary
Congress is a bit like Bajaj Chetak, BJP like Hero Splendor, says Rajiv Bajaj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X