For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূমে সিপিএম-এর ভোট বৃদ্ধিতে খুশি! পুরনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার কৌশল ফাঁস করলেন অনুব্রত

বীরভূমে সিপিএম-এর ভোট বৃদ্ধিতে খুশি! পুরনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার কৌশল ফাঁস করলেন অনুব্রত

  • |
Google Oneindia Bengali News

বীরভূমে (Birbhum) বিজেপিকে (BJP) সরিয়ে সিপিএম (CPIM) ফের দ্বিতীয় স্থানে চলে এসেছে। এই ফলে খুশি তৃণমূল (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিনি অভিযোগ করেন, মিথ্যাবাদীর দল বিজেপি। তিনি বলেন, সিপিএম বুঝতে পেরেছিল ২০১৯-এ তারা ভুল করেছিল।

 কেন বিজেপি মনোনয়ন দাখিল করল না

কেন বিজেপি মনোনয়ন দাখিল করল না

বীরভূমে বামেরা একটি আসন পেলেও, বিজেপি একটিও পায়নি। যদিও গত বিধানসভা নির্বাচনে জেলার ১১ টি আসনের মধ্যে বিজেপি একটি হলেও পেয়েছিল, যেখানে বামেরা ছিল গোটা রাজ্যে শূন্য। বিজেপি ফল নিয়ে এদিন তৃণমূলের জেলা সভাপতি প্রশ্ন করেন, বাম এবং কংগ্রেস যদি মনোনয়ন দাখিল করতে পারে, কেন বিজেপি দাখিল করল না? তিনি দাবি করেন, বীরভূমে বিজেপির কোনও লোক নেই, সংগঠন নেই। তিনি কটাক্ষ করে বলেন, কটা পাতাখোর, নেশাখোরকে দিয়ে সংগঠন হয় না।

নিজেদের সংশোধন করেছে সিপিএম

নিজেদের সংশোধন করেছে সিপিএম

রাজনীতি সংগঠনের ওপরে নির্ভর করে। সিপিএম সব জায়গাতেই ভোট পেয়েছে বলে উল্লেখ করেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেন, ২০১৯-এ সিপিএম ভুল করেছিল, পরে সংশোধন করে। ফলে সিপিএম ভোট পাচ্ছে। নিজের বুথে সিপিএম ২০০-র ওপরে ভোট পেয়েছে বলে উল্লেখ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সিপিএম সব জায়গাতেই মাথা চাড়া দিচ্ছে, সংগঠনের কারণেই। সব ওয়ার্ডেই ৪০০-৪৫০ করে ভোট পেয়েছে তারা।

সিপিএম নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদীর দল নয়

সিপিএম নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদীর দল নয়

অনুব্রত মণ্ডল এদিন সিপিএম-এর প্রশংসা করতে গিয়ে বলেন, সিপিএম নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদীর দল নয়। তিনি বলেন, লোকসভা ভোটে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কারণেই সেই সময় তারা বেশি ভোট পেয়েছিল। কীভাবে বিজেপিকে শূন্যে নামানো সম্ভব হল এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, তিনি প্রচারেই বেরোননি।

কংগ্রেস

কংগ্রেস

সিপিএম যেমন ভোট পেয়েছে কংগ্রেসও পেয়েছে। এব্যাপারে মুর্শিদাবাদের বহরমপুরের কথা উল্লেখ করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন সেখানে ২৮ টি আসনের মধ্যে ২৫ টি পেয়েছে তৃণমূল আর কংগ্রেস পেয়েছে ৩ টি। ওটাকে পাওয়া বলে না। তিনি প্রশ্ন করেন, অধীর চৌধুরীর দাপট কোথায় গেল?

 সন্ত্রাস হয়নি বীরভূমে

সন্ত্রাস হয়নি বীরভূমে

এদিন সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল দাবি করেন, বীরভূমে পুরভোটে কোনও সন্ত্রাস হয়নি। কেউ কোনও ফুটেজ দেখাতে পারবেন না। তিনি বলেন, এর পিছনে ম্যাজিক কিছুই নেই, সবই উন্নয়নের ভোট। অনুব্রত মণ্ডল বলেছেন সংগঠন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতেই ভোট হয়েছে।

মমতার উন্নয়নের ডাকে সাড়া

মমতার উন্নয়নের ডাকে সাড়া

তিনি বলেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে মানুষ সাড়া দিয়েছে। মানুষ বুঝে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার মানুষ ভাল থাকবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা ছেলেমেয়েরা ভাল থাকবে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা চিন্তা করেন। প্রসঙ্গত এবারের পুর নির্বাচনে বীরভূমের ৫ টি পুরসভার সবকটিই তৃণমূল দখল করেছেন। ৫ টি পুরসভার ৯৩ টি আসনের মধ্যে ৯২ টি পেয়েছে তৃণমূল। সিপিএম শুধুমাত্র রামপুরহাট পুরসভায় ১৭ নম্বর ওয়ার্ড দখলে রাখতে পেরেছে।

English summary
Anubrata Mondal is happy over CPIM's vote increase in Birbhum in Municipal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X