For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকটে বাংলার সংস্কৃতি! যেমন পিসি তেমন ভাইপো, উদাহরণ তুলে মমতা ও অভিষেককে নিশানা নাড্ডার

তারাপীঠে রাজ্যে বিজেপির (bjp) অন্যতম পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকেই যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। এদি

  • |
Google Oneindia Bengali News

তারাপীঠে রাজ্যে বিজেপির (bjp) অন্যতম পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকেই যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। এদিনের সভায় তিনি বলেন, এবার বাংলায় আসল পরিবর্তন চাই।

বিজেপি বাংলার দলই নয়, রাজ্যে তাদের বন্ধু কারা অধীর গড়ে জানালেন মমতাবিজেপি বাংলার দলই নয়, রাজ্যে তাদের বন্ধু কারা অধীর গড়ে জানালেন মমতা

কুকথা নিয়ে আক্রমণ

কুকথা নিয়ে আক্রমণ

তারাপীঠের চিলার ময়দান থেকে তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তারাপীঠ থেকে রাজ্যে বিজেপির অন্যতম পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি। চিলার ময়দানের সভায় তিনি অভিযোগ করেন, তৃণমূল বাংলার সংস্কৃতিকে নষ্ঠ করছে। এব্যাপারে তিনি যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। প্রসঙ্গত দিন কয়েক আগে কাঁথির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তুই বলে সম্বোধন করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর বাবাকে টেনে কথা বলেন। এদিন জেপি নাড্ডা এব্যাপারে বলেন, ভাইপো এমন ভাষা প্রয়োগ করছেন যা মুখে আনা যায় না। তিনি প্রশ্ন করেন, এটাই কি বাংলার সংস্কৃতি। এরপরেই তিনি বলেন, বখে যাওয়া ছেলে, অল্পেতেই ক্ষমতা পেয়ে গিয়েছে।

যেমন পিসি, তেমন ভাইপো

যেমন পিসি, তেমন ভাইপো

এব্যাপারে কটাক্ষ করতে গিয়ে জেপি নাড্ডা বলেন, যেমন পিসি, তার তেমনই ভাইপো। এব্যাপারে জেপি নাড্ডা তাঁর নামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষণ প্রয়োগের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৈরি ধর্না মঞ্চ থেকে বলেছিলেন, কোনও দিন হোম মিনিস্টার চলে আসছেন, কোনও দিন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, গাড্ডা চলে আসছেন। যা নিয়ে ডিসেম্বরের রাজ্য সফরে জেপি নাড্ডা বলেছিলেন মমতার মুখের ভাষাই তাঁর মানসিকতার পরিচয় দেয়।

ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধানো হচ্ছে

ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধানো হচ্ছে

এদিনের সভা থেকে জেপি নাড্ডা তৃণমূলকে বহিরাগত ইস্যুতেও আক্রমণ করেন। তিনি বলেন, এখানে ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এলেই মমতা দিদি রেগে যান। তিনি প্রশ্ন করেন, দিদি আপনার এত ভয় কেন। প্রধানমন্ত্রী তো খালি হাতে আসছেন না। তিনি তো প্রকল্প নিয়ে আসছেন। এবারের বাজেটে বাংলার প্রাপ্তির কথাও জেপি নাড্ডা এদিন তুলে ধরেন।

বাংলায় বাক স্বাধীনতা হরণের অভিযোগ

বাংলায় বাক স্বাধীনতা হরণের অভিযোগ

জেপি নাডাড এদিনও তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো চাল চুরি এবং আম্ফানের ত্রাণ চুরির অভিযোগ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন বাংলায় বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। এব্যাপারে জেপি নাড্ডা রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন। প্রসঙ্গত ডেরেক ওব্রায়েন সংসদে বিজেপির বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করেছিলেন। জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উনি বাংলা থেকে এসেছেন বলে এই মন্তব্য করছেন। এদিন জেপি নাড্ডা যাদবপুরের অম্বিকেশ মহাপাত্রের কথা উল্লেখ করেন। পাসাপাশি তিনি আরামবাগে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কথাও উল্লেখ করেন। নাড্ডার অভিযোগ এঁদের বাক স্বাধীনতা হরণ করেছিল তৃণমূল সরকার।
এদিনে অন্ডাল থেকে তারাপীঠে আসার পর তারাপীঠের মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

English summary
BJP president JP Nadda targets Abhishek Banerjee from Tarapith meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X