For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ ঘণ্টা পর ধরা দিলেন অনুব্রত, তারাপীঠ মন্দিরে ফের কমিশনের ব়্যাডারে বীরভূমের তৃণমূল সভাপতি

২ ঘণ্টা পর ধরা দিলেন অনুব্রত, তারাপীঠ মন্দিরে ফের কমিশনের ব়্যাডারে বীরভূমের তৃণমূল সভাপতি

Google Oneindia Bengali News

অবশেষে যবনিকা পতন। তারাপীঠের মন্দিরে ধরা পড়ল বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। টানা ২ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ঘোল খাইয়ে ছেড়েছেন তিনি। বাড়ি থেকে বেরোনোর পরেই কিছুক্ষণ পরেই তাঁর গাড়ির হদিশ পাচ্ছিলেন না কমিশনের প্রতিনিধিরা। এক প্রকার ২ ঘণ্টা ধরে বীরভূমের একাধিক জায়গায় হন্যে হয়ে খুঁজেছেন তাঁকে।

নজরবন্দি অনুব্রত মণ্ডল

নজরবন্দি অনুব্রত মণ্ডল

আগামিকাল ভোট বীরভূমে। তার জন্য নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা। আগামিকাল থেকেই নজরবন্দি করা হয়েছে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। গতকাল বিকেল ৫টা থেকেই তাঁকে নজরদারির মধ্যে রেখেছে কমিশনের প্রতিনিধি দল। ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত তাঁকে নজরবন্দি রাখা হবে। অনুব্রত মণ্ডল অবশ্য তাতে বিন্দুমাত্র ভিত নন। তিনি জানিয়ে দিয়েছেন খেলা হবে, ফাইন খেলা হবে। প্রতিবার ভোটেই নির্বাচন কমিশন এটা করে থাকে। তাইএই নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি।

হঠাৎ করে উধাউ অনুব্রত

হঠাৎ করে উধাউ অনুব্রত

সকাল সাড়ে এগারোটা নাগাদ আজ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে ছিল তিনটি গাড়ির কনভয়। সঙ্গে ছিল কমিশনের প্রতিনিধি দলও। কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর থেকে অনুব্রত মণ্ডলের গাড়ির কোন হদিশ পাচ্ছিলেন না কমিশনের প্রতিনিধিরা। হন্যে হয়ে অনুব্রত মণ্ডলকে খুঁজতে শুরু করেন। সাঁইথিয়ায় রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি খবর আসে কমিশনের কাছে। সাঁইথিয়ায় গিয়ে অনুব্রত মণ্ডলের কোন খোঁজ পাননি কমিশনের প্রতিনিধিরা।

তারাপীঠের মন্দিরে অনুূব্রত

তারাপীঠের মন্দিরে অনুূব্রত

২ ঘণ্টা কমিশনের প্রতিনিধিদের এক প্রকার ঘোল খাইয়ে ধরা দিলেন বীরভূমের দাপুটে নেতা। তারাপীঠের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। খবর পেয়ে সেখানে আগেই চলে গিয়েছিল কমিশনের প্রতিনিধিরাষ নির্দিষ্ট সময়ে অনুব্রত মণ্ডল সেখানে যান। পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেস নেতার এই কাজ করেছিলেন বলে মনে করা হচ্ছে। কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গে সাধারণত ৯টি গাড়ির কনভয় থাকে। এদিন কিন্তু তিনটি গাড়ির কনভয় নিয়ে বেরিয়ে ছিলেন তিনি।

বীরভূমে নজিরবিহীন নিরাপত্তা

বীরভূমে নজিরবিহীন নিরাপত্তা

বীরভূেম ভোেট নজিরবিহীন নিরাপত্তা দেয়া হয়েছে। শুধুমাত্র বীরভূমেই ২০ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট শুরু আগে থেকেই উত্তপ্ত হতে শুরু করেছেন নানুর। ইতিমধ্যেই নানুরে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। আগামিকাল ফের অশান্তি ছড়াতে পারে বীরভূমে এমনই আশঙ্কা করা হচ্ছে।

English summary
West Bengal Assembly Election 2021: Election Commission reched TMC leder Anubrta Mandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X