মঙ্গলকোটে 'খেলা হবে' ডিজে গানে গলা মেলালেন অনুব্রত, বিজেপির রথ থেকে ফুল ছুড়ে দিলেন রূপা
বীরভূমের মঙ্গলকোটে খেলা হবে ডিজে গানে গলা মেলালেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর খেলা হবে স্লোগান একুশের ভোটের বাজারে সুপার হিট। তৃণমূল থেকে বিজেপি হয়ে বাম শিবিরেও মুখে মুখে ঘুরছে খেলা হবে স্লোগান। মঙ্গলকোটে আরও একবার সেই স্লোগান শোনা গেল অনুব্রতর মণ্ডলের গলায়। তাঁর সামনেই খেলা হবে স্লোগান দিয়ে গান গাইলেন লোকশিল্পী। ডিজের তালে পা মেলালেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। অন্যদিকে আবার বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির রথের সামনে খেলা হবে গান বাজালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রথে থাকা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তাঁদের দিকে ফুল ছুড়ে দেন রথ থেকে।

খেলা হবে স্লোগান মঙ্গলকোটে
মঙ্গলকোটে খেলা হবে গানে গলা মেলালেন অনুব্রত মণ্ডল। শুক্রবার মঙ্গলকোটের সভা ডিজে বাজিয়ে খেলা হবে গান শুরু হয়। অনুব্রতর সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তুমুল নাচ করেন। মঞ্চ থেকে গলা মেলান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ডিজে বক্সের তালে গলা মেলালেন লোকসঙ্গীত শিল্পী। তাতেই সুর মেলালেন অনুব্রত। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে অনুব্রতই প্রথম খেলা হবে স্লোগান তুলেছিলেন।

খেলা হবে বাম-বিজেপি শিবিরেও
অনুব্রতর খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছে বাংলার ভোট ময়দানে। খেলা হবে স্লোগান নিয়ে তোলপাড় চলছে বাংলায়। তৃণমূলের স্লোগান শোনা যাচ্ছে বাম- বিজেপি শিবিরেও। বর্ধমানে খেলা হবে স্লোগান দিয়ে মিছিল করেছেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। তারপরে বামেদের নবান্ন অভিযানেও শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। ছাত্র যুবরা পাল্টা তৃণমূল কংগ্রেসকেই খেলা হবে স্লোগানে হুঁশিয়ারি দিয়েছেন

ফুল ছুড়লেন রূপা
বিজেপির পরিবর্তনের রথ যাত্রা পৌঁছে গিয়েছে বীরভূমেও। সেখানে নেতৃত্বে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদকে নিয়ে বিজেপির রথ সাঁইথিয়ায় পৌঁছতেই শুরু হয় খেলা হবে স্লোগান। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা খেলা হবে স্লোগান শোনাতে বক্স বাজাতে শুরু করেন। বিজেপি সাংসদ তাঁদের উদ্দেশ্য ফুল ছুড়ে দেন রথ থেকে। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বীরভূমে বিজেপির
শনিবারও বিজেপির রথ ঘুরছে বীরভূমে। নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেছেন বিজেপির রথ জেলায় জেলায় ঘুরছে। বিজেপি এবার আরও ভাল ফল করবে বীরভূমে। গতবারও বীরভূমে ভাল ফল করেছে বিজেপি। সেই জনসমর্থন এবার আরও বাড়বে বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে মেদিনীপুরে বিজেপির রথ যাত্রার সূচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।