For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতহীন পঞ্চায়েত ভোটেও কি খেলা হবে? ‘দিদির দূত’ হয়ে সোজাসাপ্টা জবাব দেবাংশুর

অনুব্রতহীন পঞ্চায়েত ভোটেও কি খেলা হবে? ‘দিদির দূত’ হয়ে সোজাসাপ্টা জবাব দেবাংশুর

Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোটের বাজার মাত করেছিল তৃণমূলের 'খেলা হবে' স্লোগান। এবার ২০২৩-এর পঞ্চায়েত ভোট যখন দরজায় কড়া নাড়ছে, তখন 'খেলা হবে'র প্রণেতাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল অবধারিত সেই প্রশ্ন, এবারও কি খেলা হবে? 'দিদির দূত' হয়ে সোজাসাপ্টা জবাব দিলেন দেবাংশু।

পঞ্চায়েত ভোটেও কি খেলা হবে?

পঞ্চায়েত ভোটেও কি খেলা হবে?

২০২১-এর নির্বাচনের আগে 'খেলা হবে' গান করে লাইমলাইটে উঠে এসেছিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর লেখা গান তৃণমূলের স্লোগানে পরিণত হয়েছিল। তাই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, আসন্ন পঞ্চায়েত ভোটেও কি খেলা হবে? অনুব্রতহীন বীরভূমে দিদির দূত হয়ে গিয়ে তাৎপর্যপূর্ণ জবাব দেন দেবাংশু।

অনুব্রত মণ্ডল নেই বলেই কি খেলা হবে না?

অনুব্রত মণ্ডল নেই বলেই কি খেলা হবে না?

দেবাংশু বলেন, এবার পঞ্চায়েত ভোটে খেলা হবে না। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দবত হয়ে বীরভূমে গিয়ে শুধু একথা জানিয়েই ক্ষান্ত হননি যে, এবার খেলা হবে না। কেন এবার খেলা হবে না তার ব্যাখ্যা দেন তিনি। তবে কি এবার বীরভূমে অনুব্রত মণ্ডল নেই বলেই খেলা হবে না? সেই প্রশ্নেরও তাৎপর্যপূর্ণ জবাব দিয়েছেন তৃণমূলের এই তরুণ-তুর্কি নেতা।

২৪-শে খেলা হবে, পঞ্চায়েত ওয়ার্ম আপ ম্যাচ

২৪-শে খেলা হবে, পঞ্চায়েত ওয়ার্ম আপ ম্যাচ

এবার পঞ্চায়েতে কেন খেলা হবে না, তার আলাদা ব্যাখ্যা দিয়েছেন দেবাংশু। তৃণমূল মুখপাত্র দেবাংশু বলেন, এবার এই কারণেই খেলা হবে না যে, উল্টোদিকে উপযুক্ত প্লেয়ার নেই। বিধানসভায় খেলায় হয়েছে, আবার খেলা হবে ২০২৪-এর লোকসভায়। পঞ্চায়েত ওয়ার্ম আপ ম্যাচ। আমরা ফুটবল নিয়ে নাচানাচি করব আর কী!

তৃণমূলও এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না

তৃণমূলও এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না

অনুব্রত মণ্ডল এবার বীরভূমে নেই। তিনি না থাকায় এই জেলাকে অনেকেই টার্গেট করেছে। তৃণমূলও এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না। আর অনুব্রতহীন জেলায় দিদির দূত হয়ে এসেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে সব জায়গাতেই তৃণমূল ভালো ফল করবে, এমনকী যে সকল জায়গায় বিজেপি বিধানসভা দখল করেছে, সেখানেও তৃণমূল ভালো ফল করবে।

বিরোধীরা ফুৎকারে উড়ে যাবে পঞ্চায়েতে

বিরোধীরা ফুৎকারে উড়ে যাবে পঞ্চায়েতে

দেবাংশুর সাফ কথা, পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না। বিরোধীরা ফুৎকারে উড়ে যাবে। দেখবেন কোনও লড়াই হচ্ছে না। তৃণমূল সহজে জিতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে। এই ওয়ার্ম আপের পরই আসল খেলা ২০২৪-এর লোকসভা নির্বাচনে।

সব আসনে জয়ী হবে তৃণমূল

সব আসনে জয়ী হবে তৃণমূল

এদিন বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকায় গিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, এইখানে বিধনসভা নির্বাচনে জিতেছিল বিজেপি। আসন্ন পঞ্চায়েতে দেখে নেবেন এই দুবরাজপুরে কেমন নির্বাচন হচ্ছে। সব আসনে জয়ী হবে তৃণমূল। কারণ মানুষ বিজেপিকে যে আশা নিয়ে ভোট দিয়েছিল, সেই আসা পূর্ণ হয়নি।

ছবি সৌ:ফেসবুক

বুথগুলিকে দুর্গ বানান, কীভাবে মনোনয়ন পঞ্চায়েতে 'ডু অর ডাই’ বার্তায় জানালেন শুভেন্দুবুথগুলিকে দুর্গ বানান, কীভাবে মনোনয়ন পঞ্চায়েতে 'ডু অর ডাই’ বার্তায় জানালেন শুভেন্দু

English summary
TMC spoke person Debangshu Bhattacharya says no play in Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X