For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বখরার গণ্ডগোলে বগটুই কাণ্ড! মমতার হুঁশিয়ারির মধ্যেই সিবিআই তদন্তে 'অস্বস্তিকর' যেসব তথ্য সামনে আসতে পারে

বগটুই নিয়ে সিবিআই (CBI) তদন্ত এদিন ওদিক হলেই পথে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে বখরা নিয়ে গণ্ডগোলেই যে ছেলেকে খুন করা হয়েছে, তা জানিয়েছেন ভাদু শেখের বাবা। সূত্রের খবর অনুযায়ী, সি

  • |
Google Oneindia Bengali News

বগটুই নিয়ে সিবিআই (CBI) তদন্ত এদিন ওদিক হলেই পথে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে বখরা নিয়ে গণ্ডগোলেই যে ছেলেকে খুন করা হয়েছে, তা জানিয়েছেন ভাদু শেখের বাবা। সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর তদন্তকারীরা বখরায় (property) রাজনৈতিক নেতাদের দখলদারি এবং এলাকায় তাদের দখলদারির বিষয়টিও খতিয়ে দেখতে শুরু করেছেন। যা তৃণমূল শিবিরের কাছে মোটেই স্বস্তির হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এলাকায় নেতাদের দখলদারি

এলাকায় নেতাদের দখলদারি

এলাকায় তৃণমূলের নেতারা দখলদারি চালান। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভোটে সন্ত্রাস না করার কথা বললেন, পুরভোটে দেখা গিয়েছিল ভিন্ন চিত্র। রামপুরহাটে পুরভোটেও এর অন্যথা হয়নি। সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই উঠে এসেছে পুরভোটে ভাদু শেখ, আনারুল শেখ এবং দহিরুল শেখদের এলাকা দখলের ছবি। তৃণমূল রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে হেরেছে সিপিএম প্রার্থীর কাছে। ভোটের দিন সিপিএম প্রার্থীকে গ্রেফতারের পরেও তৃণমূল ওই আসনে হেরে যায়। কিন্তু ভোটের দিন ওই আসনে তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া ছিল জহিরুল শেখ ছাড়াও আনারুল শেখ ঘনিষ্ঠ এক নেতার হাতে। ভোটের দিনের অনেক ছবিই সিবিআই আধিকারিকদের হাতে এসেছে বলেও সূত্রের খবর। আনারুখ শেখদের জিজ্ঞাসাবাদে সিবিআই জানার চেষ্টা করছে এই নেতাদের দায়িত্ব দিয়েছিলেন কোন নেতারা।

ভাদু-আনারুলদের থেকে আলাদা কিছু নন অভিষেক

ভাদু-আনারুলদের থেকে আলাদা কিছু নন অভিষেক

যে তথ্য সামনে এসেছে, তাতে ভাদু শেখ কিংবা আনারুল হোসেনদের থেকে আলাদা কিছু নন রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সমু ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুই নেতার মতোই বিশাল বাড়ি তাঁর। রয়েছে গাড়িও। এছাড়াও ওই নেতা সম্পত্তির খতিয়ানও সিবিআই আধিকারিকদের হাতে পৌঁছে গিয়েছেন। রামপুরহাট আদালতে ৭ বছর প্র্যাকটিস করে কীভাবে সেই সম্পত্তি, তার উৎসই খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা।

এলাকার বখরা নিয়েও তদন্ত

এলাকার বখরা নিয়েও তদন্ত

এলাকার বখরা নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই, সূত্রের খবর এমনটাই। এলাকায় ট্রাক থামিয়ে টাকা আদায় নিয়ে প্রশাসন কেন নীরব তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও নেতাদের টাকার উৎস নিয়েও তদন্ত করছে সিবিআই। তবে সব কিছুকে পিছনে ঠেলে এলাকায় রামনবমীর প্রস্তুতি নিতে শুরু করেছেন সমু বন্দ্যোপাধ্যায়।

সিবিআইকে হুঁশিয়ারি মমতার

সিবিআইকে হুঁশিয়ারি মমতার

এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামপুরহাটের ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, ঘটনার পরে সিট আনের কাজ করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই কাজ করলে সহযোগিতা থাকবে। কিন্তু এই কাজটা না করে যদি অন্য কাজ করতে যায়, বিজেপি-সিপিএম-কংগ্রেসের কথা মতো, তাহলে তৃণমূল রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার খুঁজে দিতে পারেনি। এছাড়াও তিনি নন্দীগ্রামে ১৪ জনের হত্যার বিচার হয়নি বলেও অভিযোগ করেছেন।

নিজের শহরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ওপরে হামলা, ভিডিওতে ধরা পড়ল ছবিনিজের শহরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ওপরে হামলা, ভিডিওতে ধরা পড়ল ছবি

English summary
TMC leaders Property and recent municipal election may come before CBI to enquire Rapurhat incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X