For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে এড়াবেন হাজিরা? বেড রেস্ট প্রয়োজন, SSKM- ফিট সার্টিফিকেটের পরেও জানালেন অনুব্রতর চিকিৎসক

কীভাবে এড়াবেন হাজিরা? বেড রেস্ট প্রয়োজন, SSKM- ফিট সার্টিফিকেটের পরেও জানালেন অনুব্রতর চিকিৎসক

Google Oneindia Bengali News

আগামীকাল ফের তাঁতে তলব করেছে সিবিআই। এদিকে এসএসকেএম তাঁকে ফিট সার্টিফিকেট দিয়ে ফেলেছে। কাজেই বেজায় বিপাকে পড়েছেন কেষ্ট। তার মাঝেই আবার অনুব্রত মণ্ডলের বোলপুরের চিকিৎসক জানিয়েছে তাঁর বেড রেস্টের প্রয়োজন রয়েছে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আগামীকাল সিবিআই হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? নাকি এই বোলপুরের চিকিৎসকের পরামর্শকে হাতিয়ার করেই সিবিআই হাজিরা এড়াবেন। কারণ এর আগে বেশ কয়েকবার শারীরিক অসুস্থতাকে হাতিয়ার করে সিবিআই হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল।

বেড রেস্ট প্রয়োজন

বেড রেস্ট প্রয়োজন

অনুব্রত মণ্ডলের বেড রেস্টের প্রয়োজন। শ্বাসকষ্ট এবং ডিপ্রেশনের শিকার তিনি। এমনই জানিয়েছেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তার সঙ্গে ফিসচুলার সমস্যা রয়েছে। অবিলম্বে তার অপারেশন জরুরি। সেটা হলে এক মাসের বেশি তাঁকে একেবারে বিশ্রামে থাকতে হবে। এছাড়া একাধিক শারীরিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। প্রায়ই অক্সিজেন িনতে হয় তঁাকে। সেকারণে আপাতত অনুব্রত মণ্ডলের বেড রেস্টের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কী জানিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা

কী জানিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা

গতকাল এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিবিআই হাজিরা এড়িয়েছেন। গতকাল এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। সেখােন দেড়ঘণ্টা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তারপরে তাঁরা জানিয়ে দেন সুস্থ আছেন। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। উল্টে আগের থেকে অনেক ভাল আছেন তিনি। মানসিক চাপ নেই বলে জানিয়েছেন তাঁরা। এসএসকেএমের চিকিৎসকরা ক্লিন চিটের পর এক প্রকার চাপ বেড়েছে অনুব্রতর।

সিবিআই তলব

সিবিআই তলব

ফের সিবিআই তলব করেছেন অনুব্রত মণ্ডলকে। আগামীকাল সকাল এগােরাটায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। তাঁকে জেরার জন্য দিল্লি থেকে বিশেষ আধিকারীকরা হাজির হয়ে গিয়েছেন। সব প্রস্তুতি প্রায় সারা। এবার কেবল অনুব্রতর হাজিরার অপেক্ষা। তবে এতদিন সিবিআই হাজিরা এড়াতে বারবার শারীরিক অসুস্থতার অজুহাত দিয়েছেন তিনি। কিন্তু এবার কোন পথ নেবেন তিনি তাই নিেয় জল্পনা শুরু হয়ে গিয়েছে।

পার্থর পর কী টার্গেট অনুব্রত

পার্থর পর কী টার্গেট অনুব্রত

এদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে সিবিআই। মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর এবার অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য তৎপরতা শুরু করেছে সিবিআই। গতকালই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নাম দিয়েছে। সায়গলের ৪৯ জমির ডিডে অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের নাম দিয়েছে সিবিআই। তাতে আরো চাপ বেড়েছে সিবিআইয়ের।

ধনখড়ের পরে মমতার রাজ্যে রাজ্যপাল কে? নাকভিকে পিছনে ফেলে মোদী-শাহের ঘনিষ্ঠ IPS-এর নাম আলোচনায় সবার আগে ধনখড়ের পরে মমতার রাজ্যে রাজ্যপাল কে? নাকভিকে পিছনে ফেলে মোদী-শাহের ঘনিষ্ঠ IPS-এর নাম আলোচনায় সবার আগে

English summary
TMC leader Anubrata Mandal's Doctor said he need bed rest amid CBI summon him tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X