বীরভূমে অনুব্রতর খাসতালুকে শুভেন্দু অনুগামীদের পোস্টার
কলকাতা, হাওড়া সহ রাজ্যের জেলাগুলোতে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা যাচ্ছে প্রায়শই। এবার অনুব্রতর গড়ে বীরভূমের খাসতালুক বোলপুর থানার রায়পুর সুপুর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় "শুভেন্দু দা আমরা তোমার অনুগামী" লেখা পোস্টার দেখা গেল। শুভেন্দুর সমর্থনে লেখা পোস্টারে শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়েছেন অনুগামীরা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেই নিয়ে চাঞ্চল্য এলাকাজুড়ে।

বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়া নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। অন্যদিকে এখন রাজ্য-রাজনীতিতে বহুল চর্চিত মেদিনীপুরের অধিকারী পরিবার ও শুভেন্দু অধিকারী। তৃণমূলের উত্থানের পিছনে রয়েছে এই অধিকারী পরিবারের হাত।
শুভেন্দুকে বৈঠক পর বৈঠক করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তবুও অভিমানের বরফ গলেনি শুভেন্দুর। শেষেমেশ ২৭ নভেম্বর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন।
এরপর গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিধায়ক পদ থেকে ইস্তফা। দিতে চলেছেন তিনি। শেষমেশ বৃহস্পতিবার বিকালে বিধানসভার গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে আবেদন পত্র জমা দেন, পাশাপাশি অবিলম্বে বিধায়ক পদের ইস্তফাপত্র গ্রহণের আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের এই বিধায়ক।

তবে এখনই কোনও দলে যোগদান করেননি শুভেন্দু। বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সভা করছেন। সভায় অনুগামীর ভিড় চোখে পড়ার মত। পাশাপাশি শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়া নিয়ে যে কালো মেঘ জমেছে তৃণমূলের অন্দরে, সেকথা মনে করছে রাজনৈতিক মহল।
দল ছাড়ছেন একের পর এক নেতা মন্ত্রী, কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা