For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামপুরহাট কাণ্ডে গ্রেফতার ১০, পুলিশি তদন্তে আস্থা নেই, বললেন ভাদু শেখের স্ত্রী

রামপুরহাট কাণ্ডে গ্রেফতার ১০, পুলিশি তদন্তে আস্থা নেই, বললেন ভাদু শেখের স্ত্রী

Google Oneindia Bengali News

রামপুরহাটের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশি তদন্তে কোনও আস্থা নেই। এমনই দাবি করেছেন মৃত তৃণমূল কংগ্রেস উপ প্রধানের স্ত্রী। গতকাল বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। তারপর থেকে উত্তপ্ত বকটুই গ্রাম। রাতভর গ্রামে বোমাবাজি এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পোড়া বাড়ি গুলি থেকে ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

ফের রক্তাক্ত রামপুরহাট

ফের রক্তাক্ত রামপুরহাট

গতকাল রাতেই উত্তপ্ত হয়ে উঠেছিল রামপুরহাট। রামপুরহাট পুরসভা এলাকাতেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার ঘণ্টা খানেকের মধ্যেই ভাদু শেখের গ্রাম বকটুইয়ের তুমুল উত্তেজনা শুরু হয়। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছিলেন তিনটি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। আচমকাই তারা ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। প্রথমে তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি করেছিল তারা। কিন্তু সেটি গায়ে না লাগায় বোমা ছুড়তে শুরু করে। পালানোর সুযোগ পাননি ভাদু শেখ। দোকানের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বদলার রাজনীতি

বদলার রাজনীতি

ভাদু শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উত্তেজনা শুরু হয়ে যায়। পুলিশ পিকেট বসানো হয়েছিল গতকাল রাতে বকটুই গ্রামে। কিন্তু তার পরেও রাতভর নাকি সেখানে চলেছে দুষ্কৃতী তাণ্ডব। প্রায় ১০ থেকে ১২টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সকালে দমকল বাহিনী যখন পৌঁছয় তখন সব শেষ খড়ের চালা পুড়ে খাক। পোড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে একে একে বেরোতে শুরু করে দেহ। নয় নয় করো ১০টি দেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি দমকলের। যদিও বীরভূমের পুলিশ সুপারের দাবি সেখান থেকে ৭টি দেহ তাঁরা উদ্ধার করেছেন। বদলা নিতেই এই হত্যাকাণ্ড বলে দাবি করছেন বিরোধীরা।

রাজনীতির যোগ নেই

রাজনীতির যোগ নেই

বীরভূমের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বারবার দাবি করে চলেছেন বকটুই গ্রামে অগ্নিদগ্ধ ১০ জনের দেহ উদ্ধারের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। শর্ট সার্কিট থেকে ৩-৪টি বাড়িতে আগুন লেগেছিল। সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হয়েছে রামপুরহাট থানার ওসিকে। এবং রামপুরহাটের এসডিপিওকে। এদিকে রাজ্য পুিলশের ডিজিও দাবি করেছেন এইঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে।

পুিলশি তদন্তে আস্থা নেই

পুিলশি তদন্তে আস্থা নেই

এদিকে তৃণমূল কংগ্রেসের উপ প্রধান ভাদু েশখের দেহ বেলা করেই গ্রামে পৌঁছয়। কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ভাদু শেখের স্ত্রী দাবি করেছেন পুলিশের তদন্তে তাঁর কোনও আস্থা নেই। এর আগেও ভাদু শেখের এক ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর থেকে রামপুরহাটের বকটুই গ্রাম থমথমে হয়ে রয়েছেন। ভয়ে কেউ প্রকাশ্যে কোনও কথা বলছেন না।

'শর্ট সার্কিট থেকে আগুন', রামপুরহাটের ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত মণ্ডল'শর্ট সার্কিট থেকে আগুন', রামপুরহাটের ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত মণ্ডল

English summary
Rampurhat incident update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X