For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেষ্টকে ছাড়াই পঞ্চায়েত ভোট, মমতার জেলা সফরে থাকবে না অনুব্রতর কোনও ছবি, নির্দেশ তৃণমূল জেলা কোর কমিটির

সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের কোনও পোস্টার ব্যানারে অনুব্রত মণ্ডলের ছবি ব্যবহার করা হবে না। তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠকে নাকি এই নির্দেশ দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

শ্রীঘরে রয়েছেন কেষ্ট। তার মধ্যেই আসতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ভোট। এই প্রথম কেষ্টহীন পঞ্চায়েত ভোট করবে শাসকদল। একুশের ভোটের আগেও চিত্রটা ছিল অন্যকম। কেষ্টকে পাশে নিয়ে অমিত শাহকে টেক্কা দিতে রোড শো করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক মাসের মধ্যেই বীভূমের ছবিটা ঘুরে গিয়েছে। কেষ্টহীন বীরভূমে পা রাখবেন মমতা। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের কোনও পোস্টার ব্যানারে অনুব্রত মণ্ডলের ছবি ব্যবহার করা হবে না। তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠকে নাকি এই নির্দেশ দেওয়া হয়েছে।

অনুব্রতহীন বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

অনুব্রতহীন বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

কেষ্ট নেই বীরভূমের গড় গত কয়েক মাস ধরে এক প্রকার নেতৃত্বহীন ভাবেই পড়ে রয়েছে। সেখানকার রাশ টানতে এবার দলের নেত্রী নিজে হাজির হচ্ছেন। সূত্রের খবর পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে যাচ্ছেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে যাবে তাঁর জেলা সফর। তার মধ্যে বীরভূমে বিশেষ গুরুত্ব দেবেন তিনি। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর থেকে এক প্রকার ছন্নছাড়া হয়ে রয়েছে সংগঠন। তাই পঞ্চায়েত ভোটে বীরভূমে বিশেষ নজর দিচ্ছেন তিনি। সেকারণে জেলা সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বীরভূমকে।

কবে বীরভূমে যাচ্ছেন মমতা

কবে বীরভূমে যাচ্ছেন মমতা

সূত্রের খবর ৩০ জানুয়ারি থেকে জেলা সফরে বেরোচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জানুয়ারি বীরভূমে প্রশাসনিক সভা করবেন তিনি। তার পরের দিন ১ ফেব্রুয়ারি বোলপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই প্রথম অনুব্রতহীন বোলপুরে সভা করবেন তিনি। এই প্রথম বোলপুরের সভায় তৃণমূল সুপ্রিমোর পাশে দেখা যাবে না কেষ্টকে।

কেষ্টর ছবি ছাড়াই হবে সভা

কেষ্টর ছবি ছাড়াই হবে সভা

গরু পাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বগটুই কাণ্ডেও নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে অনুব্রতকে দূরে রেখেই বীরভূমে এগোতে চাইছে শাসক দল। সেকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে থাকবে না অনুব্রত মণ্ডলের কোনও ছবি। বীরভূম জেলা কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বোলপুরে দলীয় সুপ্রিমোর সভা মানেই অনুব্রত মণ্ডলের বড় বড় ছবি থাকবেই। কিন্তু এবার আর কেষ্টর কোনও চিহ্নই রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস।

কেষ্টর পাশে থাকার বার্তা

কেষ্টর পাশে থাকার বার্তা

ইডি থেকে সিবিআই একের পর এক গ্রেফতারি আর জেলে বিপর্যস্ত অনুব্রত মণ্ডল। কিন্তু কেষ্টকে বীরের মর্যাদা িদয়েছিলেন সুপ্রিমো। প্রকাশ্য সভায় তিনি বলেছিলেন কেষ্ট ঠিক নিেজকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে আসবে। তখন দল তাঁকে বীরের মর্যাদা দিয়ে ঘরে তুলবে। অনুব্রতকে দূরে ঠেলে দিতে চাননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তারপরেও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি কেষ্টকে দল থেকে ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

মমতা চটাতে চান না মোদীকে, তাই ভারত জোড়ো যাত্রায় 'না’! 'মো-মো’ খোঁচা অধীরেরমমতা চটাতে চান না মোদীকে, তাই ভারত জোড়ো যাত্রায় 'না’! 'মো-মো’ খোঁচা অধীরের

English summary
Anubrata Mondal's picture will not use in Mamata Banerjee meeting at Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X