For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূম এবার অনুব্রতহীন! পঞ্চায়েত ভোটের আগে নজরদারিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বীরভূম এবার অনুব্রতহীন! পঞ্চায়েত ভোটের আগে নজরদারিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল এবার পঞ্চায়েত ভোটের আগে জেলায় থাকতে পারবেন কি না, তা এখন সংশয়ে। তাঁর অনুপস্থিতিত দল পরিচালনায় খমিটি গডে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় অনুব্রতহীন বীরভূমকে টার্গেট করেছে বিজেপি-সহ বিরোধীরা।

অনুব্রত মণ্ডলের জেলায় তাই এবার বাড়তি নজর দিতে হচ্ছে তৃণমূলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘন ঘন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। আবার জেলা সফরও করছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বীরভূমে যেতে মনস্থ করেছেন। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগে তিনি বীরভূম সফরে গিয়ে জল মাপতে চাইছেন।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিক্ষোভের মাঝেই মমতার সফর

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিক্ষোভের মাঝেই মমতার সফর

সম্প্রতি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে রাজ্যস্তরের নেতা-নেত্রীরা দিদির দূত হয়ে জেলায় জেলায় যাচ্ছেন। কিন্তু কর্মসূচির শুরুতেই বাধার মুখে পড়ছেন তৃণমূল নেতা-নেত্রীরা। গ্রামে তৃণমূলের একাংশই বিক্ষোভ দেখাচ্ছেন। অনুন্নয়নের অভিযোগ সামনে তুলে ধরছেন।

তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ছেন দিদির দূতেরা

তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ছেন দিদির দূতেরা

সম্প্রতি অনুব্রতহীন জেলায় দিদির দূত হয়ে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। তিনি এক গ্রামে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারেননি। তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। অন্যত্রও তাঁকে ঘিরে বিক্ষোভের ছবি সামনে এসেছে। আবার তিনি বিভিন্ন গ্রামে গিয়েছেন মানুষের অভাব-অভিযোগ শুনেছেন।

মানুষের অভাব-অভিযোগ শুনতেই তো আসা!

মানুষের অভাব-অভিযোগ শুনতেই তো আসা!

তিনি এরপর জানিয়েছেন, আমরা তো মানুষের অভাব-অভিযোগ শুনতে এসেছি। কোন কোন জায়গায় ভালো কাজ হয়নি জানতে এসেছি। তা জেনে আমরা সমাধান করব বলেই এসেছি। তাহলে মানুষ তো অভিযোগ জানাবেই। আমরা যে কর্মসূচির মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, দেখবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে সব জায়গাতেই তৃণমূল ভালো ফল করবে। এমনকী যে সকল জায়গায় বিজেপি বিধানসভা দখল করেছে, সেখানেও তৃণমূল ভালো ফল করবে।

জনরোষের মুখে পড়েন বোলপুরের তৃণমূল সাংসদও

জনরোষের মুখে পড়েন বোলপুরের তৃণমূল সাংসদও

শুধু দেবাংশু ভট্টাচার্যই নন, বিভিন্ন জায়গায় অন্যান্য নেতানেত্রীরা মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। বীরভূমেই নিজের সংসদীয় এলাকা বোলপুরের ময়ূরেশ্বর বিধানসভার বিভিন্ন গ্রামে গিয়ে জনরোষের মুখে পড়েন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। শনিবার সকাল থেকে ময়ূরেশ্বরের বাসুদেবপুর ময়ূরেশ্বর যেখানেই যান নানা দাবি নিয়ে মানুষের ক্ষোভে নাজেহাল হতে হয় তৃনমূল সাংসদকে।

বীরভূম নিয়ে রণনীতি ঠিক করে দেবেন মমতা

বীরভূম নিয়ে রণনীতি ঠিক করে দেবেন মমতা

এরই মধ্যে মুখ্যমন্ত্রী বীরভূমে যাওয়ার ব্যাপারে মনস্থ করেছেন। অনুব্রত হীন বীরভূমে এটা হবে তাঁর প্রথম সফর। সূত্রের খবর, ৩১ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করে তিনি কপ্টারে বোলপুরে পৌঁছবেন। রাতে রাঙাবিতানে থাকবেন তিনি। পরদিন গীতাঞ্জলিতে হবে প্রশাসনিক সভা। সেই সভার পাশাপাশি জেলায় বৈঠক করে থেকে বীরভূম নিয়ে রণনীতি ঠিক করে দেবেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে চূড়ান্ত রূপরেখা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে চূড়ান্ত রূপরেখা

অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচন যে তৃণমূলের কাছে আগের মতো সহজ হবে না এটা ওয়াকিবহাল মহল মনে করছে। তাই দলের কাণ্ডারি কে হবেন সেটা যেমন একটা বড় প্রশ্ন, উন্নয়নে প্রাধান্য দেওয়া হবে কী বিষয়ে তার দিকে তাকিয়ে আছেন সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই সফর থেকেই চূড়ান্ত করে দেবেন রূপরেখা, মনে করছে জেলা নেতৃত্ব।

মহম্মদ সেলিমকে আমন্ত্রণ অধীরের, মধুরেণ সমাপয়েৎ চাইছেন ভারত জোড়ো যাত্রায়মহম্মদ সেলিমকে আমন্ত্রণ অধীরের, মধুরেণ সমাপয়েৎ চাইছেন ভারত জোড়ো যাত্রায়

English summary
Mamata Banerjee will go Anubrata Mondal’s district to prepare game plan for Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X