For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতকে সঙ্গে নিয়েই বগটুইয়ে পা রাখলেন মমতা, মুখ্যমন্ত্রীকে দেখেই কান্নার রোল, অসুস্থ হয়ে পড়লেন একজন

অনুব্রতকে সঙ্গে নিয়েই বগটুইয়ে পা রাখলেন মমতা, মুখ্যমন্ত্রীকে দেেখই কান্নার রোল, অসুস্থ হয়ে পড়লেন একজন

Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই বগটুই গ্রামে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট থেকে মুখ্যমন্ত্রীর গাড়িতেই বগটুই গ্রামে আসেন অনুব্রত মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছে নিহতদের স্বজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন নিহতদের পরিবারের একজন।

বগটুইয়ে মুখ্যমন্ত্রী

বগটুইয়ে মুখ্যমন্ত্রী

নির্ধারিত সময়েই রামপুরহাটে পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার। সেখানে আগে থেকেই মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত উল্লেখ্য বগটুইয়ের পুরো ঘটনাটাই শর্ট সার্টিকের অগ্নিকাণ্ডের ফল বলে দাবি করেছিলেন তিনি। তার পরেই একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। সেই অনুব্রত মণ্ডলকে নিজের গাড়িতে নিয়েই বগটুইয়ে রওনা দেন মুখ্যমন্ত্রীষ দুপুর ১টা নাগাদ তিনি সেখানে পৌঁছন। আগে থেকেই সেখানে তদন্তকারী আধিকারীকরা উপস্থিত ছিলেন।

স্বজনহারাদের সঙ্গে কথা

স্বজনহারাদের সঙ্গে কথা

বগটুইয়ে পৌঁছেই মুখ্যমন্ত্রী কথা বলেন স্বজনহারাদের সঙ্গে। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারগুলি। তাঁরা নিজেদের অভাব অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মিহিলাল যিনি নিজের পরিবারের ৭জনকে হারিয়েছেন তিনিও উপস্থিত ছিলেন সেখানে। মিহিলালের সঙ্গেও কথা বলেন মমতা। তাঁকে প্রতিশ্রুতি দেন নিরাপত্তা দেওয়ার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিবারের একজন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বগটুইটে মৃতদের পরিবারের লোকেরা।

পাশে থাকার প্রতিশ্রুতি মমতার

পাশে থাকার প্রতিশ্রুতি মমতার

পরিজনদের আশ্বস্ত করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এমন ঘটনা যে ঘটতে পারে ভাবতেই পারিনি। এর পেছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বগটুই গ্রামের ঘটনা কোনও পড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। যদিও প্রথমে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

রামপুরহাট হাসপাতালে মমতা

রামপুরহাট হাসপাতালে মমতা

বগটুই গ্রাম পরিদর্শনের পর রামপুরহাট হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে দেখা করেন। আহতের চিকিৎসার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি। রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, প্রোটোকল মেনেই মুখ্যমন্ত্রী আহত রোগীর খোঁজ খবর নিয়েছেন। এবং তাঁর চিকিৎসার সরকম খবর নিয়েছেন তিনি।

বগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, বাড়ি সারাতে ২ লক্ষ টাকা আর ১ জনকে চাকরির প্রতিশ্রুতি মমতারবগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, বাড়ি সারাতে ২ লক্ষ টাকা আর ১ জনকে চাকরির প্রতিশ্রুতি মমতার

English summary
Mamata Banerjee at Bagtui Village
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X