For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lalan Sheikh মৃত্যুতে ডিআইজি সিবিআই সহ সাতজনের বিরুদ্ধে FIR! রয়েছে জামিন অযোগ্য ধারাও

বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে রয়েছে রহস্য! খুন নাকি আত্মহত্যা... রহস্যের জট খুলতে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি। মঙ্গলবারই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে নবান্ন। আর এই নির্দেশ দেওয়ার পরেই আজ বুধবার

  • |
Google Oneindia Bengali News

বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে রয়েছে রহস্য! খুন নাকি আত্মহত্যা... রহস্যের জট খুলতে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি। মঙ্গলবারই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে নবান্ন। আর এই নির্দেশ দেওয়ার পরেই আজ বুধবার রামপুরহাট থানা থেকে কেস ডায়েরি নেবেন গোয়েন্দারা।

তবে লালনের মৃত্যুতে সিবিআইয়ের অন্তত সাতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে তাৎপর্যপূর্ণ ভাবে ডিআইজি সিবিআইয়ের নাম রয়েছে বলেও জানা যাচ্ছে। সিআইডির আধিকারিকরা আজ বুধবার আদালত থেকে কেস ডায়েরি সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে।

তবে এভাবে সিবিআইয়ের বিরুদ্ধে সিআইডির তদন্ত নজিরবিহীন বলছে রাজনৈতিকমহল।

সিবিআইয়ের বিরুদ্ধেই তদন্ত করবে সিআইডি

সিবিআইয়ের বিরুদ্ধেই তদন্ত করবে সিআইডি

খুন, তোলাবাজির অভিযোগে সিবিআইয়ের বিরুদ্ধেই তদন্ত করবে সিআইডি। লালন শেখের স্ত্রীয়ের করা এফআইআরের ভিত্তিতে এই তদন্ত হবে। তবে এফআইআরে ডিআইজি সিবিআই সহ আধিকারিক ও অফিসার মিলিয়ে ৭ জনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। নাম রয়েছে এসপি সিবিআইয়ের। এছাড়া আরও চারজন অফিসারের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যেরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্ত্য কেন তাঁর নাম রয়েছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যিনি কিনা বগটুই মামলাতেই নেই সেখানে কেন এই এফআইআরে নাম তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা?

একাধিক ধারাতে মামলা রুজু

একাধিক ধারাতে মামলা রুজু

অন্যদিকে এফআইআরে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে ৩০২ খুনের ধারা, তোলাবাজি, অপরাধ মূলকষড়যন্ত্র, কটুক্তি, মারধর সহ একাধিক মামলা রয়েছে। এমনকি একাধিক জামিন অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক। অন্যদিকে ইতিমধ্যে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প শিল করে দেওয়া হয়েছে। এমনকি যে বাথরুমে এই ঘটনা ঘটেছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

অজয় ভটনগর কলকাতাতে পৌঁছে গিয়েছেন।

অজয় ভটনগর কলকাতাতে পৌঁছে গিয়েছেন।

অন্যদিকে মঙ্গলবার রাতেই সিবিআই কর্তা অজয় ভটনগর কলকাতাতে পৌঁছে গিয়েছেন। দিল্লি থেকে রাতারাতি কলকাতাতে ছুটে আসেন। আর রাতেই কলকাতাতে সিবিআই দফতরে পৌঁছে যান। গভীর রাত পর্যন্ত বৈঠক চলে বলে জানা যাচ্ছে। একাধিক বিষয় নিয়ে কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক অজয় ভাটনগর করেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে আজ বুধবার সম্ভবত ঘটনাস্থলে যাবেন সিবিআইয়ের সেকেন্ড ইন কমান্ড। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখবেন বলেও জানা যাচ্ছে।

English summary
Lalan Sheikh death Case: FIR against 7 CBI officers in lalan sheikh death case in birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X