For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Vande Bharat: ফের বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা! আটদিনে তৃতীয়বার একই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফের বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা। এনিয়ে আটদিনে তিনবার এই ধরনের ঘটনা ঘটল। এদিনের ঘটনাটিও বিহারে। বারসই স্টেশন ছাড়ার পরে একজন পাথর ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় বন্দে ভারত কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে বোলপুর স্টেশনে।

  • |
Google Oneindia Bengali News

ফের বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা। এনিয়ে আটদিনে তিনবার এই ধরনের ঘটনা ঘটল। এদিনের ঘটনাটিও বিহারে।

বারসই স্টেশন ছাড়ার পরে একজন পাথর ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় বন্দে ভারত কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে বোলপুর স্টেশনে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Vande Bharat: ফের বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা! আটদিনে তৃতীয়বার একই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ডাউন ট্রেনের গার্ড বোলপুরে জানিয়েছেন, বারশই স্টেশন ছাড়ার পর সি ১১ কামরার ৫৭ নং আসন লক্ষ্য করে একটি ঢিল ছোড়া হয়। এই ঘটনায় কাঁচ ভাঙেনি বা কেউ আহত না হলেও রেলের পক্ষ নিয়মমাফিক থেকে তদন্ত হবে। তবে এদিনের ঘটনাতেও আতঙ্কিত যাত্রীরা। কেন এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে, তা নিয়ে প্রশ্ন করেছেন তাঁরা।

বছরের শুরুর দিন থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বন্দে ভারত। তবে প্রথম আটদিনে তিনবার পাথ ছোড়ার ঘটনা ঘটল। যার দুটি হল বিহারে। ২ জানুয়ারি বন্দে ভারতে প্রথম পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। প্রসঙ্গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারতের উদ্বোধন করেছিলেন। আর ২ জানুয়ারি ঘটনার পরেই রাজ্যের বিরোধী দলনেতা পাথর ছোড়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে এনআইএ তদন্তের দাবি করেছিলেন।

Joshi Math Sinking: যোশী মঠকে বাঁচাতে পরিকল্পনা কেন্দ্রের! PMO-র পরিস্থিতি পর্যালোচনার পরে পদক্ষেপJoshi Math Sinking: যোশী মঠকে বাঁচাতে পরিকল্পনা কেন্দ্রের! PMO-র পরিস্থিতি পর্যালোচনার পরে পদক্ষেপ

English summary
For the third time Stone pelting on Howeah bound Vande Bharat in Bihar in the beginning of January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X