করোনা আবহে বীরভূমের ডাকবাংলো পাড়ার থিমে কোন চমক!
দুবরাজপুরের ডাকবাংলো এবং দাসপাড়ার সার্বজনীন দুর্গাৎসবেও এবার করোনার প্রভাব। করোনার আবহে বাংলার একাধিক জায়গায় অসুরকে করোনা রূপী করে তোলা হয়েছে। সেই মেজাজে দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার দেবী মূর্তিতেও একই প্রভাব বিদ্যমান।

এই পুজো এবার ১০ বছরে পা দিয়েছে। এই পুজোর থিম মাতৃ আগমনীর পাশাপাশি করোনা বিদায়। প্রসঙ্গত, ২০২০ সালের গোটা বছরটিই প্রায় করোনার দাপটে কেটেছে । বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই মৃত্যুমিছিল দেখেছে গোটা দেশ ও বিশ্ব। এমন এক পরিস্থিতিতে অতিমারী থেকে বাঁচতে ত্রাহি ত্রাহি রব গোটা বিশ্বে। এমন অবস্থায় করোনা মুক্তির জন্য কার্যত সকলেই দশভূজার শক্তির মুখাপেক্ষী।

সেই ভাবনা থেকেই দুবরাজপুরের এই পুজোর ভাবনা। এখানে প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা বাজেট নিয়ে এই পুজো আয়োজন করা হয়েছে। প্রতিবারই সমাজকে সচেতন করতে কিছু না কিছু ভাবনা থাকে এই পুজো কমিটির। এবারেও তাঁরা সেই ভাবনা থেকে পিছপা হননি। করোনার প্রভাব, লকডাউন, লকডাউনের প্রভাবে মানুষের জীবনযাত্রার চালচিত্র এবার ফুটে উঠছে এদের পুজোতে।
পরিযায়ী শ্রমিকদের ত্রাতা সোনু সুদ, কলকাতার পুজো মণ্ডপের থিম হলেন অভিনেতা