For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেউচা-পাচামি প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ! পুলিশের ধরপাকড়ে উত্তেজনা চরমে

দেউচা-পাচামি (deocha pachami) প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ। যা নিয়ে উত্তেজনা এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ বিক্ষোভ দমন করতে রাতে অভিযান চালিয়েছে পুলিশ। বিশাল বাগিনী নিয়ে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ

  • |
Google Oneindia Bengali News

দেউচা-পাচামি (deocha pachami) প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ। যা নিয়ে উত্তেজনা এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ বিক্ষোভ দমন করতে রাতে অভিযান চালিয়েছে পুলিশ। বিশাল বাগিনী নিয়ে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে অভিযোগ। সিপিআই এমএল লিবারেশনের তরফে এর বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শুরুতে নতুন করে আন্দোলন

ফেব্রুয়ারির শুরুতে নতুন করে আন্দোলন

ফেব্রুয়ারির শুরু থেকে সিপিআইএমএল লিবারেশনের তরফ থেকে বীরভূম জমি-জীবন-জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা গঠন করে নতুন করে আন্দোলন শুরু করা হয়। দেউচা-পাচামি কোল প্রজেক্টে জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদ জানানোর পাশাপাশি আদিবাসী মহিলাদের বিরুদ্ধে হিংসারও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এই প্রকল্প প্রত্যাহারের দাবিও করা হয়।

রবিবার বিকেলে জমায়েত

রবিবার বিকেলে জমায়েত

রবিবার বিকেলে স্থানীয়রা বিশেষ করে মহিলারা এলাকায় জমায়েত করেন। এই বিক্ষোভে অংশ নেওয়া জয় কিষাণ আন্দোলনের জাতীয় সম্পাদক অভীক সাহা বলেছেন এলাকার প্রায় হাজার খানেরক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি আরও বলেছেন, এলাকার সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের না বলার জন্য আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। বিক্ষোভে যাঁরা এসেছিলেন, তাঁরা সবাই একযোগে জানিয়েছেন, তাঁরা তাঁদের জমি দেবেন না। এছাড়াও সরকারি পুনর্বাসন প্রকল্পও তাঁরা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন।

অভিযোগ পাল্টা অভিযোগ

অভিযোগ পাল্টা অভিযোগ

অভিযোগ, রবিবার বিকেলের প্রতিবাদ সভার পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে দেউচা মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপরে বিক্ষোভে অংশ নেওয়াদের আটক করা হয়। তাঁদের কয়েকজন কলকাতা থেকে এসেছিলেন। পাল্টা কোল মাইন বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন যুবক স্থানীয় তৃণমূল নেতা এবং তাঁর সহযোগীদের আটক করে রাখে। সেই তালিকায় ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সুনীল সোরেন। তিনি বীরভূম আদিবাসী গাঁওতার নেতাও বটে। পরে অবশ্য মহম্মদ বাজার থানার তরফে এঁদেরকে উদ্ধার কাজ শুরু হয়।
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেছেন, বহিরাগতরা গিয়ে সেখানে শান্তি বিঘ্নিত করছে এবং সেখানকার আদিবাসীদের দুভাগে ভাগ করছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাল্টা গণসংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়েছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ যৌথভাবে সংকট তৈরি করছে।

দেউচা-পাচামি কয়লা প্রকল্প

দেউচা-পাচামি কয়লা প্রকল্প

এলাকার প্রায় ৯.৭ কিমি এলাকা জুড়ে ছড়িয়ে এই কয়লা প্রকল্প। দেউচা-পাচামি নামটি জনপ্রিয় হয়ে উঠলেও এই দুই এলাকা ছাড়াও দেওয়ানগঞ্জ এবং হরিনসিংঘাতেও এই কোল ব্লক ছড়িয়ে রয়েছে। এইসব এলাকায় প্রায় ২,১০২ মিলিয়ন টন কয়লা রয়েছে। গত নভেম্বরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ হাজার কোটির পুনর্বাসন এবং সহায়তা দানের প্যাকেজের কথা জানিয়েছিলেন। এইসব এলাকায় ১০১৩ টি আদিবাসী পরিবার-সহ সবমিলিয়ে ৩০১০ টি পরিবার বসবাস করে।

আনিসের মৃত্যু তদন্ত নিয়ে মামলা হাইকোর্টে! কেন বহিরাগত তত্ত্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের, উঠছে প্রশ্নআনিসের মৃত্যু তদন্ত নিয়ে মামলা হাইকোর্টে! কেন বহিরাগত তত্ত্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের, উঠছে প্রশ্ন

English summary
Demonstration demanding withdrawal of Deocha-Pachami project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X