For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বভারতীতে করোনা আতঙ্ক, সংক্রমিত উপাচার্য সহ ১৬ জন

বিশ্বভারতীতে করোনা আতঙ্ক, সংক্রমিত উপাচার্য সহ ১৬ জন

  • |
Google Oneindia Bengali News

এবার করোনা আতঙ্ক ছড়ানো বিশ্বভারতীর অন্দরে। করোনা আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য সহ ১৬ জন কর্মী। সোমবার বিশ্বভারতীর পিয়ারসন হাসপাতালে ১১০ জন কর্মীর করোনা টেস্ট করানো হয়। তাদের মধ্যেই এদের করোনা পজিটিভ এসেছে।

বিশ্বভারতীতে করোনা আতঙ্ক, সংক্রমিত উপাচার্য সহ ১৬ জন

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন আগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর চালক করোনা আক্রান্ত হয়। এরপরেই উপাচার্য ও কর্মসচিবের অফিস সিল করে দেওয়া হয় এবং স্যানিটাইজেসনের ব্যবস্থা করা হয়। এর মধ্যে উপাচার্য অফিসের কয়েক জন কর্মীর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়।

তার পরেই সোমবার বিশ্বভারতীর পিয়ারসন হাসপাতাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব ,সহ বিশ্বভারতী বিভিন্ন দফতরের প্রায় ১১০ কর্মীর করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।পিয়ারসন হাসপাতাল সূত্রের খবর, উপাচার্য এবং তার স্ত্রী করনা পজেটিভ। এছাড়া পিয়ারসন হাসপাতালের দুই ডাক্তার সহ ১৬ জন বিশ্বভারতীর কর্মী করোনা আক্রান্ত। উপাচার্য তার সরকারি বাসভবন "পূর্বিতা" কোয়ারেন্টাই-এ রয়েছে।

কলকাতায় ৭০ হাজার ছাড়াল করোনা সংক্রমণ, দৈনিক পরিসংখ্যানে টেক্কা উত্তর ২৪ পরগনারকলকাতায় ৭০ হাজার ছাড়াল করোনা সংক্রমণ, দৈনিক পরিসংখ্যানে টেক্কা উত্তর ২৪ পরগনার

English summary
Coronavirus infection in Viswa Bharati, 16 infected including vice chancellor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X