বিশ্বভারতীর রেজিস্ট্রার-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু কলকাতা হাইকোর্টের
বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার বেতন আটকে দেওয়া সংক্রান্ত মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু্র পাশাপাশি, ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, রেজিষ্ট্রার কেন আদালতের নির্দেশ অমান্য করেছেন আদালতে হাজির হয়ে রেজিস্টারকে তা হলফনামা দিয়ে জানাতে হবে।
এদিন ওই অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, ওই অধ্যাপিকা অতিরিক্ত বেতন পেয়ে এসেছেন এই অভিযোগে তার বেতন আটকে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।
গত ২৪ ডিসেম্বর আদালত বিশ্বভারতী কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, ওই শিক্ষিকার বেতন না আটকে, তার যে বর্ধিত বেতন নিয়ে বিরোধ রয়েছে, সেই অংশের টাকা কেটে ব্যাংকের একটি একাউন্টে জমা রাখতে। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তার পরেও আদালতের এই নির্দেশ মানেনি বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপিকা সেই মামলাতেই শুক্রবার এই নির্দেশ হাইকোর্টের।