For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেউচা-পাঁচামি আটকাতে রামপুরহাটে ষড়যন্ত্র! উন্নয়ন-কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানা মমতার

দেউচা-পাঁচামির জেলা বীরভূম (Birbhum) । আবার বগটুইও বীরভূম। দেউচা-পাঁচামিতে সরকার কয়লাখনির মাধ্যমে কর্মসংস্থান করতে চাইছে। কিন্তু বিরোধীরা বিরোধিতা করছে। আর বগটুইয়ে তৃণমূল (Trinamool Congress) নেতা-কর্মীদের মৃত্যুর পর

  • |
Google Oneindia Bengali News

দেউচা-পাঁচামির জেলা বীরভূম (Birbhum) । আবার বগটুইও বীরভূম। দেউচা-পাঁচামিতে সরকার কয়লাখনির মাধ্যমে কর্মসংস্থান করতে চাইছে। কিন্তু বিরোধীরা বিরোধিতা করছে। আর বগটুইয়ে তৃণমূল (Trinamool Congress) নেতা-কর্মীদের মৃত্যুর পরে তাঁকেই গালাগালি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, দেউচা-পাঁচামির নজর ঘোরাতে বগটুইয়ে ষড়যন্ত্র করা হয়েছে।

 খুন হল তৃণমূল, আবার তৃণমূলের ঘরেই আগুন

খুন হল তৃণমূল, আবার তৃণমূলের ঘরেই আগুন

মুখ্যমন্ত্রী এদিন উত্তরবঙ্গ থেকে রামপুরচহাট নিয়ে বিরোধীদের নিশানা করেন। তিনি বলেন, সেখানে তৃণমূল খুন হল, তৃণমূলের ঘরে আগুন লাগানো হল। আবার তাঁকে (মমতা) গালাগাল দেওয়া হচ্ছে। কটাক্ষ করে তিনি বলেন, তাঁর হাত-পা-মাথা কাটল আবার তাঁকে গালাগালি দেওয়া হচ্ছে। এব্যাপারে তিনি একইসঙ্গে সিপিএম-কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা। তিনি বলেন, বিরোধী হিসেবে থাকার সময়ে রাজ্যে অনেক গণহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু তিনি লাশ নিয়ে রাজনীতি করেননি।

দেউচা-পাঁচামিকে বাধা দিতেই রামপুরহাট ষড়যন্ত্র

দেউচা-পাঁচামিকে বাধা দিতেই রামপুরহাট ষড়যন্ত্র

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, দেউচা-পাঁচামি প্রকল্প বাধা দিতেই হয়তো রামপুরহাটের মতো ঘটনা ঘটানো হয়েছে। রামপুরহাটের ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, বাংলায় কর্মসংস্থান হোক, উন্নয়ন হোক, বিরোধীরা চায় না।

পুলিশি গাফিলতির কথা স্বীকার

পুলিশি গাফিলতির কথা স্বীকার

এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট নিয়ে পুলিশি গাফিলতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশের ভুল ছিল। উপপ্রধান খুনের পর যে কিছু হতে পারে তা আশঙ্কা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এর আগে তিনি যেদিন বগটুই গ্রামে গিয়েছিলেন, সেদিনও পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলন রামপুরহাট থানায় আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও নিজেদের দায়িত্ব পালন করেননি। একদিকে যেমন তিনি তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে সেদিন গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন, ঠিক তেমনই আইসি এবং এসডিপিও-র বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছিলেন। তারপরেই তাঁদেরকে সাসপেন্ড করা হয়।

সরকারি সাহায্যের সাফাই

সরকারি সাহায্যের সাফাই

মুখ্যমন্ত্রী এদিন তাঁর সরকারের দেওয়া বগটুই-এ সাহায্য নিয়ে বিরোধীদের কটাক্ষেরও জবাব দেন। তিনি বলেন, তিনি সেখানে গিয়ে অসহায়দের সাহায্য করেছেন। মৃত্যুর বিকল্প টাকা নয়। তবে কেউ মরে গেলে পরিবারগুলি অসহায় হয়ে পড়ে। বাচ্চাগুলোক কে দেখবে? সেই কারণেই সরকারের তরফে সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাড়ি মেরামত করার জন্য একলক্ষ টাকা করে দেওয়ার পরেও ওরা বলল, ওই টাকায় হবে না। সেই কারণে দুলক্ষ টাকা করে দেওয়া হয়।

পশ্চিম হিমালয় অঞ্চলেও তাপপ্রবাহ! ৮ রাজ্যের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরেরপশ্চিম হিমালয় অঞ্চলেও তাপপ্রবাহ! ৮ রাজ্যের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

English summary
CM Mamata Banerjee relates Deucha Panchami with Rampurhat incident from North Bengal tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X