For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ অগাস্ট পর্যন্ত অনুব্রতকে হেফাজতে পেল সিবিআই, রাতেই আনা হচ্ছে কলকাতায়

শেষ পর্যন্ত সিবিআই-এর হাতে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Anubrata Mondal) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার সকালে কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

স্বস্তি মিলল না অনুব্রত মন্ডলের। সিবিআই হেফাজতেই যেতে হল তাঁকে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল অনুব্রত মন্ডলকে। আর এরপরেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, নিজাম প্যালেসে রাতের মধ্যেই বীরভূমের বেতাজ বাদশাকে নিয়ে আসা হবে।

রাতেই আনা হচ্ছে কলকাতায়

সেখানেই যাবতীয় জেরা পর্ব চালানো হবে বলে সিবিআই সূত্রে খবর। বেশ কিছু তথ্যের ভিত্তিতে অনুব্রত মন্ডলকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এদিন শুনানিতে তাৎপর্যপূর্ণ ভাবে অনুব্রত মন্ডলের জন্যে জামিনের আবেদন চাইলেন না তাঁর আইনজীবী। গ্রেফতারের খবর সামনে আসার পরেই কলকাতা থেকে আসানসোল ছুটে যান আইনজীবীরা। সেখানে সওয়াল জবাবে অনুব্রত মন্ডলের শারীরিক অবস্থার কথা তুলে ধরা হলেও জামিনের আবেদন জানানো হল না। কিন্তু কেন তা চাইলেন না তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে অনুব্রত মন্ডলের শারীরিক সমস্যার কথা অনুব্রত মন্ডলের কাছে নিজে জানতে চান বিচারক।

সেই প্রত্যুত্তরে অনুব্রত তাঁর ফিসচুলা, কিডনি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তবে আদালত সব বক্তব্য শুনে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ শোনায়। তবে হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তকলকাতার কম্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অনুব্রত মন্ডলের আইনজীবী।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরেই গরু পাচার-কাণ্ডে অনুব্রত মন্ডলকে জেরা করতে চেয়ে নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু বারবার এড়িয়ে যান তিনি। আজ একেবারে পরিকল্পনা করে অনুব্রত মন্ডলের বোলপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর নিরাপত্তার কথা ভেবে কয়েশ কিলোমিটার দূরে কুটলি থানার মধ্যে একটি ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হিয় অনুব্রতকে। সেখানে কয়েক দফায় জেরা এরপরেই গ্রেফতারি।

ব;লে রাখা প্রয়োজন, অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গলের কাছে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এমনকি তাঁর ফোন রেকর্ড ঘেটেও একাধিক তথ্য সিবিআইয়ের হাতে। ইলামবাজারের গরু বাজারের মূল মাথা তাঁর সঙ্গে কথাবার্তা সহ বেশ কিছু সূত্রে হাতে সিবিআইয়ের। আর তা খতিয়ে দেখে সিবিআই মনে করছে, সায়গলের হাত হয়ে অনুব্রত মন্ডলের কাছে গরু পাচারের বিপুল টাকা গিয়েছে। এবার এই বিষয়েই নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। তবে এদিন আদালতে সিবিআই জানিয়েছে, এটি একটি বড় ষড়যন্ত্র। কোটি কোটি টাকার লেনদেন রয়েছে বলেও দাবি তাদের।

English summary
CBI gets 10-day custody of TMC Birbhum district president Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X