For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সংগঠনে রক্তক্ষরণ চলছেই, অনুব্রত-গড়ে যুব মোর্চার সভাপতির যোগদান তৃণমূলে

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারের পর বিজেপির সংগঠমনে রক্তক্ষরণ হয়েই চলেছে। প্রতিদিনই নিয়ম করে ভাঙছে বিজেপি। ২ মে-র পর থেকে কিছুতেই ভাঙন রোখা সম্ভব হচ্ছে না বিজেপি নেতৃত্বের পক্ষে।

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারের পর বিজেপির সংগঠমনে রক্তক্ষরণ হয়েই চলেছে। প্রতিদিনই নিয়ম করে ভাঙছে বিজেপি। ২ মে-র পর থেকে কিছুতেই ভাঙন রোখা সম্ভব হচ্ছে না বিজেপি নেতৃত্বের পক্ষে। শনিবার অনুব্রত-গড়ে ভাঙল বিজেপি। বীরভূম জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সুমিত মণ্ডল যোগ দিলেন তৃণমূলে।

বিজেপির আন্দোলনের মুখ তৃণমূল কংগ্রেসে

বিজেপির আন্দোলনের মুখ তৃণমূল কংগ্রেসে

শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে একটি য়োগদান অনুষ্ঠান হয়। সেই যোগদান মঞ্চে বিজেপি যুব মোর্চার সভাপতি সুমিত মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সুমিতের দলত্যাগে জোর ধাক্কা খেল বিজেপি। কেননা তিনি দীর্ঘদিন ধরে বিজেপির আন্দোলনের মুখ ছিলেন জেলায়। শনিবার তিনিই দল ছেড়ে বিজেপিকে জোর ধাক্কা দেন।

বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম, স্বীকারোক্তি

বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম, স্বীকারোক্তি

বিজেপির যুব মোর্চার সভাপতি সুমিত মণ্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিং। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম। তৃণমূলে ফিরে সই ভুল শুধরে নিলাম।

দলবদলে তৃণমূল আরও শক্তিশালী অনুব্রত-গড়ে

দলবদলে তৃণমূল আরও শক্তিশালী অনুব্রত-গড়ে

বিজেপির প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত ক্ষোভ যে রয়েছে, তা পরিষ্কার। তিনি সেই ইঙ্গিত দিয়েছেন তাঁর কথাতেই। তিনি এবার তৃণমূলের হগয়ে ঝড় তুলতে চান বীরভূমে। অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ। এমনিতেই অনুব্রত মণ্ডল তাঁর নখদর্পণে রেখেছেন গোটা জেলাকে। তারপর মন্ত্রীর হাত ধরে বিজেপির যুব মোর্চার সভাপতির এই দলবদল তৃণমূলকে আরও শক্তিশালী করে তুলল।

সুমিততে তৃণমূলে ফিরিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিং

সুমিততে তৃণমূলে ফিরিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিং

সুমিতকে দলে যোগদান করিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক-মন্ত্রী চন্দ্রনাথ সিং বলেন, কে কী আগে করেছে, সেটা দেখার দরকার নেই। এটা প্রমাণিত যে সুমিতকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর সুমিত স্বীকার করে নিয়েছেন, তিনি বিজেপিতে গিয়ে ভুল করেছেন। ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ

তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ

এখন সুমিত মণ্ডল কাজ করতে চান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। তৃণমূল কংগ্রেসের হয়ে সংগঠন বাড়ানোর কাজে তিনি মন দেবেন। চন্দ্রনাথ বলেন, তিনি নিজে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাই তাঁকে দলে নেওয়া হয়েছে। জেলা ও রাজ্য নেতৃত্বের অনুমোদনের পরই তৃণমূলে যোগদান করেছেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি সুমিত মণ্ডল।

তিনশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে

তিনশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে

শুধু সুমিত মণ্ডলই নন, বীরভূমের বোলপুর বিধানসভার সাত্তোর অঞ্চলের কেন্দ্রডাঙাল গ্রামে তিনশো পরিবার বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূলে। তাঁদের হাতেো তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিং। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনোয়ার শিকদার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
BJP’s yubo morcha president Sumit Mondal joins in TMC in Anubrata Mondal’s fort Birbhum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X