কেষ্টর চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি, অনুব্রতকে চ্যালেঞ্জ ছুড়লেন কোন বিজেপি নেতা
গ্রামে ঢুকতে গেলে ঠেঙিগে পগারপার করবেন। বিজেপি নেতাদের হুঙ্কার দিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি গিয়েছেন তিনি। অনুব্রত ভার্সেস রাজুর গরম গরম মন্তব্যে তপ্ত লালমাটির বীরভূম। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এতোদিনে মোক্ষম প্রতিযোগী পেয়ে গিয়েছেন তিনি।

অনুব্রতকে হুমকি
বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এর আগে অনুব্রতকে এই ধরনের হুমকি কেউ দিয়েছে বলে মনে হয়না। গত লোকসভা ভোটে গুড় বাতাসা থেকে শুরু করে চড়াম চড়াম ঢাক পাজানোর মতো একাধিক ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি। কিন্তু এবার একেবারে যোগ্য প্রতিপক্ষ পেয়ে গিয়েছেন তিনি। অনুব্রতকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে রাজু বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি।

অনুব্রত হুঙ্কার
গতকাল অর্থাৎ সোমবার বীরভূমের একটি সভায় অনুব্রত মণ্ডল বিজেপি নেতাদের আক্রমণ করে বলেিছলেন গ্রামে ঢুকতে গেলে ঠেঙিয়ে পগারপার করব। যাঁরা সোনার বাংলা গড়ব বলেছেন তাঁরা আগে বিহার উত্তর প্রদেশ সামলে আসুন। তারপরে বাংলার কথা ভাববেন। প্রসঙ্গত উল্লেখ্য মমতার পথ সভা করে বিজেপিকে পাল্টা শক্তি প্রদর্শন করেছেন অনুব্রত।

বোলপুরে মমতার পথসভা
গত ১৯ ডিসেম্বর বোলপুরে অমিত শাহের পাল্টা সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনুব্রতর নেতৃত্বে প্রায় কয়েক লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরে সমাগম হয়েছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন বাউল থেকে আদিবাসী সংস্কৃতির সকলেই। মিছিলে ছিলেন অমিত শাহ যাঁর বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন সেই বাউলও। তাঁকে মঞ্চে ডেকে গান গাইতে অনুরোধ করেছিলেন মমতা নিজে।

অমিত শাহের
অনুব্রতর গড় বীরভূমকে টার্গেট করেই অমিত শাহ বোলপুরে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বোলপুর ডাকবাংলো মাঠ থেেক চৌরাস্তা পর্যন্ত হয়েছিল অমিত শাহের রোড শো। তাতে সামিল হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বাইরে থেকে বিজেপি কর্মী সমর্থকদের এনে মিছিলে সামিল করেছিল বিজেপি এমনই দাবি করেছিলেন অনুব্রত।