For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বীরভূমের ধাক্কা বিজেপির! প্রভাবশালী নেতা পদত্যাগের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়

ফের বীরভূমের ধাক্কা বিজেপির! প্রভাবশালী নেতা পদত্যাগের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়

  • |
Google Oneindia Bengali News

বিজেপি (BJP) নেতাদের বেশি করে দলত্যাগ যেন বীরভূম (Birbhum) থেকেই। নেতাদের তৃণমূল (Trinamool Congress) যোগদান থেকে পঞ্চায়েতে ক্ষমতা হারানো সবই হয়েছে। তারপরেই সমস্যা রয়েছে দিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। দুধকুমার মণ্ডলকে নিয়ে দড়ি টানাটানির মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের পদ ছাড়ার কথা জানালেন দুবরাজপুর (Dubrajpur) শহ বিজেপির সভাপতি। তিনিও কি তৃণমূলের পথে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট

নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট

দুবরাজপুরের শহর বিজেপির সভাপতি করুণাময় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, দলের পদ ছেড়ে দিচ্ছেন। তার এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তিনি কি দুধকুমার মণ্ডলের দ্বারা
প্রভাবিত হলেন, নাকি তিনি শাসক শিবিরের পথে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার সাধারণ বিজেপি কর্মীদের মনে।

দুধকুমারকে চিঠি দিতে পারে দল

দুধকুমারকে চিঠি দিতে পারে দল

তাঁর পছন্দের লোকেরা সংগঠনে জায়গা পায়নি। সেই কারণে বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল ফেসবুক পোস্ট করে বলেছিলেন যাঁরা তাঁকে ভালবাসেন, তাঁরা যেন বসে যান। যা দুধকুমার মণ্ডলকে সমর্থন করে বসেন
প্রাক্তন সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তারপর থেকেই দুধকুমারদের কী ধরনের শাস্তি দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন ওঠে বিজেপি অন্দরে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির বর্তমান রাজড্য নেতৃত্বের মত হল কেউ শৃঙ্খলাভঙ্গ
করলে পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, দুধকুমার মণ্ডলকে শোকজের চিঠি ধরানো হতে পারে। সেই পরিস্থিতিতে ওই জেলারই অপর এক পদাধিকারির দল ছাড়ার ঘোষণা।

করুণাময়ের অবস্থান

করুণাময়ের অবস্থান

দুবরাজপুরের শহর বিজেপির পদত্যাগী সভাপতি করুণাময় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দলকে সময় দিতে না পারার কারণেই পদত্যাগ। তিনি আরও জানিয়েছেন, জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই ভাল যে, মুখোমুখি অনুরোধ করলে তাঁকে পদ থেকে সরতে দেওয়া হবে না। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানিয়েছেন।

 তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের কটাক্ষ

দুবরাজপুরের বিজেপি পদাধিকারির পদত্যাগের ঘটনাকে কটাক্ষ করেছে শাসকদল। তাদের দাবি তৃণমূল আছে রাস্তায় আর বিজেপি আছে ফেসবুকে, তারা যা বলে আসছিলেন, তাই আবারও প্রমাণিত হল। বিজেপির লোকজন না থাকায়, নেতারা বাড়িতে বসে ফেসবুক করছেন। শাসকদলের তরফে কটাক্ষ করে বলা হয়েছে, বীরভূমে এই মুহূর্তে বিজেপির দল কিংবা সংগঠন কোনওটাই নেই। সেই কারণেই ফেসবুকেই পদত্যাগ। আবার নেতারা ফেসবুকের মাধ্যমেই বিজেপিতে যোগদান করবেন। এইভাবেই
দুবরাজপুরের বিজেপি সভাপতিও ঠিক হয়ে যাবে, কটাক্ষে বলছে শাসক শিবির।

Weather update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারিWeather update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি

English summary
BJP leader from Dubrajpur in Birbhum Karunamoy Mukherjee FB post says he is quitting Party post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X