For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালন শেখের মৃত্যুতে নবান্নের নির্দেশে CBI-এর বিরুদ্ধে তদন্ত করবে CID

লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধেই তদন্তে এবার সিআইডি। নবান্নের নির্দেশে এই ঘটনার তদন্তে নামতে চলেছে রাজ্য গোয়েন্দা আধিকারিকরা। এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে

  • |
Google Oneindia Bengali News

লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধেই তদন্তে এবার সিআইডি। নবান্নের নির্দেশে এই ঘটনার তদন্তে নামতে চলেছে রাজ্য গোয়েন্দা আধিকারিকরা। এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছে লালনের পরিবার। এই সমস্ত ঘটনার তদন্ত সিআইডি করবে বলেই জানা যাচ্ছে।

 CBI-এর বিরুদ্ধে তদন্ত করবে CID

আর তা রীতিমত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

সোমবার বীরভুমের সিবিআই অস্থায়ী ক্যাম্পের বাথরুমে মৃত্যু হয় মূল অভিযুক্ত লালন শেখের। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। আর এরপর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিষয়টি মোটেই যে রাজ্য সরকার হালকা ভাবে নিচ্ছে না সেটা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। আর এরপরেই লালনের মৃত্যুরহস্য উদঘাটনে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। পাশাপাশি সিআইডি-র হোমিসাইড শাখার ৪ আধিকারিকও বীরভূম যাচ্ছেন বলে জানা যাচ্ছে। ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই তদন্ত সিআইডি করবে বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, বুধবার সকালে এই সংক্রান্ত কাগজ থানাতে থেকে বুঝে নেবে সিআইডি। বলে রাখা প্রয়োজন, লালনের সিবিআইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর দাবি, ৫০ লাখ টাকা নাকি তদন্তকারী আধিকারিকরা চেয়েছিল। মামলা ধামাচাপা দিয়ে দেওয়ার জন্যে। সেই বিষয়ে অভিযোগও দায়ের হয়েছে।

এছাড়াও সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। এই দুটি বিষয় খতিয়ে দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যে লালন শেখের ময়নাতদন্তের সমস্ত তথ্য নিয়ে হাসপাতালের সঙ্গে কথা বলেছেন রাজ্যে গোয়েন্দারা।

আজ লালনকে আদালতে নিয়ে আসার কথা ছিল। কিন্ত্য তাঁর আগেই সব শেষ। আর এরপরেই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত। এমনকি একটি কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। নিম্ন আদালতের এক বিচারককে রেখে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে পরিস্থিতি বিবেচনা করে দিল্লি থেকে সিবিআই কর্তা অজয় ভটনগর কলকাতায় চলে এলেন। কলকাতার সিবিআই দফতরে আধিকারীকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার রাতেই এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আগামীকাল বুধবার সম্ভবত ঘটনাস্থলে যাবেন সিবিআইয়ের সেকেন্ড ইন কমান্ড। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখবেন বলেও জানা যাচ্ছে।

ইতিমধ্যে সিবিআইয়ের তরফে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সেখানে দাঁড়িয়ে অজয় ভটনগর কলকাতায় আসা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
CID will investigate against CBI in lalan sheikh death case in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X