For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত গড়ে ফোঁস করলেন আদি তৃণমূল নেতা শেখ কাজল! সোশ্যাল মিডিয়া পোস্টে দিলেন বার্তা

তৃণমূল রাজনীতিতে অনুব্রতর বিরোধী হলেও পুলিশ এবং দলের চাপে মাথা নোয়ানো নানুরের আদি তৃণমুল নেতা এবার ফোঁস করলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বার্তা দিয়েছেন। এর আগে পুজো মিটতেই তাঁর ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে পড়েছিল

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল রাজনীতিতে অনুব্রতর বিরোধী হলেও পুলিশ এবং দলের চাপে মাথা নোয়ানো নানুরের আদি তৃণমুল নেতা এবার ফোঁস করলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বার্তা দিয়েছেন। এর আগে পুজো মিটতেই তাঁর ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস।

চুরি বিদ্যা মহাবিদ্যা...

তৃণমূল নেতা শেখ কাজল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, তবে এটাও সত্য যে ধর্মের কল বাতাসে নড়ে। নাম না করে তিনি যে দলের জেলবন্দি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

আগেও 'বিতর্কিত' পোস্ট

আগেও 'বিতর্কিত' পোস্ট

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে কাজল শেখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যা নিয়ে দলের মধ্যে বিতর্ক দেখা দেয়। এরপর পুজোর পরে ফের ব্যাঙ্গাত্মক পোস্ট করেন তিনি। সেই পোস্টে লেখা হয়েছিল, কোনও অসাধু ব্যক্তির সোনার খাটেও ঘুম আসে না। যার অর্থ হল সাধারণ খাটে চিন্তাহীন রাত কাটানো যায়।

অনুব্রত মণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব দীর্ঘদিনের

অনুব্রত মণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব দীর্ঘদিনের

অনুব্রত মণ্ডলের সঙ্গে শেখ কাজলের বিরোধ শুরু বাম আমলে ফরওয়ার্ড ব্লকের নেতা রানা সিংহকে দলে এনে দলের জেলা কমিটির মাথা করায়। এর পর এমন হয় যে অনুব্রত মণ্ডলকে বোলপুর টপকে নানুরের নিমতলা সীমানা ছোঁয়া নিষেধ করে দেয় কাজল অনুগামীরা। এর পর অ্যাম্বুলেন্স চড়ে এসে দু পক্ষের মাঝে খুনোখুনির ঘটনাও ঘটে। বাংলাদেশ থেকে সুপারি কিলার এনে কাজল শেখকে খুন করার চেষ্টা ও ধরা পড়ে যায়।

বিরোধীদের কাছে জনপ্রিয়

বিরোধীদের কাছে জনপ্রিয়

নানুরের শুধুমাত্র চারকলগ্রামের দায়িত্বে কাজল শেখকে রেখেছে তৃণমুল কংগ্রেস। বাম আমলে গোটা নানুর এলাকায় তৃণমুল কে তৈরি করা থেকে রাজনৈতিক সংঘর্ষ মামলা সব টপকে দল করা কাজল শেখ এখন দলে কোনঠাসা। এলাকার সিপিএমের কর্মীরা বলেন তৃণমুলে চোর-ডাকাতদের মধ্যে ব্যতিক্রমী এই নেতা। সবার সঙ্গে সদ্ভাব এবং ভদ্র আচরণের সঙ্গে দল গড়ার সাংগঠনিক ক্ষমতা রাখেন কাজল শেখ। নিজের এলাকায় মানুষের আপদে বিপদে থাকা কাজল শেখ এলাকায় দলের কর্মীদের একাংশের কাছেও সাহসী হিসেবেই পরিচিত। সে মানুষটিকে এসময় দলের রাশ ধরতে জেলা সভাপতি পদে চাইছে দলের বিরাট অংশের নেতা কর্মীরা। কারণ অনুব্রত মণ্ডল কবে ছাড়া পাবেন কেউ জানে না। তবে কাজল শেখ নিজে বলছেন, তিনি দলের কোনও পদ চান না, পুরনো কর্মী হিসেবে প্রাপ্য সম্মান চান।

(ছবি সূত্র: শেখ কাজলের ফেসবুক অ্যাকাউন্ট)

বিজেপির শক্ত ঘাঁটি গুজরাতে হাই ভোল্টেজ নির্বাচন! দুপুরে নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনেরবিজেপির শক্ত ঘাঁটি গুজরাতে হাই ভোল্টেজ নির্বাচন! দুপুরে নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

English summary
Birbhum TMC leader Sekh Kajal targets Anubrata Mondal without naming him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X