অনুব্রত গড়েই গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, বোমা! 'অভিনব' নির্দেশ কেষ্টর
অনুব্রত গড়েই মাথা তুলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূমের খয়রাশোলের কাঁকড়তলার বাবুইজোর পঞ্চায়েত এলাকায় ব্যাপক গুলি, বোমার জেরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে। এরা সবাই স্থানীয় তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে।
চাকরির নামে প্রতিবন্ধী যুবককে প্রতারণা! অভিযুক্ত বিজেপির যুব নেতা

বীরভূমের কাঁকড়তলায় সংঘর্ষ
বীরভূমের খয়রাশোলের কাঁকড়তলার বাবুইজোর পঞ্চায়েত এলাকায় ব্যাপক সংঘর্ষ। বোমার আঘাত থেকে রক্ষা পায়নি পঞ্চায়েত সমিতির ৪ চাকার গাড়ি। বাবুইজোড় পঞ্চতায়েত প্রধানের বাইকও ভাঙচুর করা হয়।

তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে
স্থানীয় তৃণমূল নেতা আব্দুর রহমানের অভিযোগ, তাদের দলের উজ্জ্বল কাদেরী গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও এই গোষ্ঠীর অনুগামী কেদার ঘোষ বিষয়টিকে গ্রাম্য বিষয় বলে বর্ণনা করেছেন। তিনি প্রধানের বিরুদ্ধে উন্নয়নের নামে রাজনীতির অভিযোগ তুলেছেন।

অনুব্রত মণ্ডলের দাবি
যদিও বিষয়টি গোষ্ঠীদ্বন্দ্বের ফল নয়, এমনটাই দাবি করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, এর পিছনে যারা আছে, সবাইকে শাস্তি দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।

দুই গোষ্ঠীর ৫ নেতা গ্রেফতার
পুলিশ অবশ্য দুই গোষ্ঠীর ২ নেতাকে গ্রেফতার করেছে। তাঁরা হলেন, খয়রাশোলের ব্লক কমিটির সদস্য উজ্জ্বল কাদেরী। তাঁর বিরুদ্ধে গাঁজার মামলা দেওয়া হয়েছে। অন্যদিকে অপর তৃণমূল নেতা আব্দুল রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ৫ জনকে আজ আদালতে তোলা হয়।