For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইন খেলা হয়েছে বীরভূমে! ২৩০টি আসন পেয়ে বাংলার ক্ষমতায় মমতাই, আত্মবিশ্বাসী অনুব্রত

ভোট-অষ্টমীর সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম। জেলার বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে এসেছে। যদিও সেগুলি বিক্ষিপ্ত অশান্তি। তবে দিনের শেষে রণক্ষেত্র হয়ে ওঠে বোলপুর। ভোট পরিদর্শনে বেরিয়ে ‘তৃণমূল আশ্রিত

  • |
Google Oneindia Bengali News

ভোট-অষ্টমীর সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম। জেলার বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে এসেছে। যদিও সেগুলি বিক্ষিপ্ত অশান্তি। তবে দিনের শেষে রণক্ষেত্র হয়ে ওঠে বোলপুর। ভোট পরিদর্শনে বেরিয়ে 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের' হাতে আক্রান্ত হতে হয় বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ ভট্টাচার্যকে।

এমনকি তাঁর সঙ্গে থাকা একের পর এক গাড়িও ভাঙচুর করা হয়। যদিও বীরভূমের বেতাস বাদশা অনুব্রত মন্ডলের দাবি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বীরভূমে।

সুন্দর খেলা হয়েছে

সুন্দর খেলা হয়েছে

সকাল থেকে বীরভূম জুড়ে একের পর এক অশান্তির খবর। কোথাও একের পর এক তাজা বোমা উদ্ধার হয়েছে তো কোথাও রাতভর বোমাবাজির ঘটনা ঘটেছে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের একাধিক জায়গায়। আক্রান্ত হতে হয়েছে বোলপুরের বিজেপি প্রার্থী অর্নিবান গঙ্গোপাধ্যায়কে। তবে অনুব্রত মন্ডলের দাবি শান্তিপূর্ণ ভোট হয়েছে বীরভূমে। অনুব্রত মন্ডল বলেন, কথা দিয়েছিলাম বীরভূমে কোথাও কোনও অশান্তি হবে না। সেই কথা রেখেছি বলে দাবি অনুব্রত মন্ডলের। তবে খেলা প্রসঙ্গে অনুব্রত মন্ডলের দাবি, সুন্দর খেলা হয়েছে। মাঝে শুধু কিছুক্ষণ বিশ্রাম। সেকেন্ড হাফেও সুন্দর খেলা হয়েছে বলে দাবি অনুব্রত মন্ডলের। ফিনিসিং দারুন হবে বলে দাবি তাঁর।

২৩০টা আসন পাবে তৃণমূল

২৩০টা আসন পাবে তৃণমূল

শেষ অর্থাৎ অষ্টম দফাতে চারটে জেলার ৩৫টা আসনে ভোট হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদহের ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসনে ভোট হয়েছে। অনুব্রত মন্ডলের দাবি বীরভূমের ১১টা আসনেই জিতবেন তাঁরা। এদিন যে ১১টা আসনে ভোট হয়েছে সেগুলি হল সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন। বীরভূমের বেতাজ বাদসা অনুব্রতের দাবি এই সমস্ত আসনে বিজেপি কোনও ফ্যাক্টার নয়। সব আসনেই তাঁরা জিতছেন। তবে গোটা বাংলার হিসাব অনুযায়ী ২৩০টি আসন পেয়ে ফের বাংলার মসনদে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এমনটাই দাবি কেষ্টার।

এতটা আত্মবিশ্বাস কীভাবে?

এতটা আত্মবিশ্বাস কীভাবে?

ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ২৩০টি আসন পেয়ে ক্ষমতায় আসছেন তাঁরা। আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল। কিন্তু সেই আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? এই প্রসঙ্গে অনুব্রত মন্ডল জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে উন্নয়ন করেছে। বাড়িতে বাড়িতে উন্নয়ন চোখে পড়ছে। স্বাস্থ্য সাথী কার্ড। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলাদের হাত খরচ দেবেন। তাহলে কেন মানুষ ভোট দেবে না তৃণমূলকে। আর এই ভোট উন্নয়নের নিরিখে হয়েছে বলেই দাবি শাসকদলের। ফলে এটাই তাঁর আত্মবিশ্বাস বলে দাবি অনুব্রতের।

আক্রান্ত বিজেপি প্রার্থী

আক্রান্ত বিজেপি প্রার্থী

দিনের শেষে আক্রান্ত বিজেপি প্রার্থী অনির্বান চৌধুরী। ইলামবাজারে গিয়ে আক্রান্ত হতে হয় তাঁকে। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, "উনি ওখানে নিজে ঝামেলা তৈরি করেছেন। কানে কানে একটা ছেলেকে বলল বাঁশ দিয়ে আমার গাড়িটা ভেঙে দে। তারপরই একজন ওর গাড়িতে মারল।" তবে অনির্বাণ কেন তৃণমূলকে দুষছেন? "অনুব্রতর স্পষ্ট কথা, আরেহ ও পাগল তো। আমি তো বোলপুর পার্টি অফিসে বসে আছি। হেরে গেছে বলে বলছে। আমি বলেছিলাম না হারবে (হাসি)। আমি বলেছিলাম না সোনা হেরে যাবে।"

English summary
ahead of west bengal assembly election 2021 anubrata mondal said again mamata banerjee form govt in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X