For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Rampurhat: 'খুনি সিবিআইয়ের ফাঁসি চাই', লালন শেখের পরিবারকে সঙ্গে নিয়ে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

Rampurhat: 'খুনি সিবিআইয়ের ফাঁসি চাই', লালন শেখের পরিবারকে সঙ্গে নিয়ে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

Google Oneindia Bengali News

খুনি সিবিআইয়ের ফাঁসি চাই। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। লালন শেখের মেয়েকে সঙ্গে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সিবিআই গ্রেফতার না হলে তাঁরা অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন। এই নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে রামপুরহাটে। বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখকে সিবিআই খুন করেছে বলে দাবি তাঁর পরিবারের। ইতিমধ্যেই রামপুরহাট থানায় এফআইআর দায়ের করেছেন লালন শেখের স্ত্রী।

বিক্ষোভ গ্রামবাসীদের

বিক্ষোভ গ্রামবাসীদের

সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা রামপুরহাটে। বগটুই গ্রাম গতকাল রাত থেকে থমথমে হয়ে রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো হয়। আজই সকাল ১০টা থেকে শুরু হয়েছে রামপুরহাট হাসপাতালে লালন শেখের ময়নাতদন্ত। বর্ধমান থেকে তিনজন ডাক্তার এসেছেন ময়নাতদন্তের জন্য। বেলা গড়াতেই রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাতে সামিল হয়েছিলেন লালন শেখের মেয়েও। সিবিআইয়ের গ্রেফতারি এবং ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

উত্তাল বগটুই

উত্তাল বগটুই

ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকাল রাত থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বগটুই গ্রামে। সেই সঙ্গে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সিআরপিএফ। বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেও মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনায় যেন ফুঁসছে গোটা গ্রাম।

এফআইআর দায়ের স্ত্রীর

এফআইআর দায়ের স্ত্রীর

ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর করেছেন লালন শেখের স্ত্রী। তিনি অভিযোগ করেছেন সিবিআই খুন করে তাঁর স্বামীকে শৌচাগারে ঝুলিয়ে দিয়েছে। এতটাই নাকি সিবিআই মেরেছিল লালন শেখকে যে ভাল করে হাঁটতে পারছিলেন না তিনি। অভিযুক্ত সিবিআই আধিকারীকদের গ্রেফতারি এবং ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। লালন শেখের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পৃথক তদন্ত শুরু করেছে রাজ্যপুলিশ। এদিকে গ্রামে ইতিমধ্যেই এই নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।

মামলা দায়ের

মামলা দায়ের

লালন শেখের মৃত্যুর তদন্তের আর্জি জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়ে গিয়েছে জনস্বার্থ মামলা। এক আইনজীবী সেই মামলা দায়ের করেছেন। তিনি সকালেই প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করা হোক। কোনও এক এমন বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হোক যিনি এখন কর্মরত রয়েছেন। তাতে সম্মতি জানান প্রধান বিচারপতি। এবং চলতি সপ্তাহেই সেই মামলার শুনানি বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতির নির্দেশেই বগটুই কাণ্ডের সিবিআই তদন্ত শুরু হয়েছিল।

সিবিআই খুন করেছে লালনকে! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে তৎপর সিআইডিওসিবিআই খুন করেছে লালনকে! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে তৎপর সিআইডিও

Recommended Video

গতকাল বাড়ি এসে ভয়ে কাঁপছিল লালন, এমনটাই দাবি পরিবারের সদস্যদের |OneIndia Bengali

English summary
Agitation infront of CBI office at Rampurhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X