For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিরো ব্যালান্স অ্যাকাউন্ট: ব্যাঙ্কগুলি বুড়ো আঙুল দেখাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ককে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রিজার্ভ ব্যাঙ্ক
মুম্বই, ২৮ নভেম্বর: পরিচয়-ঠিকানার প্রমাণ ছাড়া দেশের যে কোনও ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, তা কি আপনি জানেন? এমনকী, আপনাকে নিখরচায় এটিএম কার্ড দিতেও বাধ্য ব্যাঙ্ক! রিজার্ভ ব্যাঙ্কের এমন নির্দেশিকা থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্ন ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত থেকে গ্রামীণ, বেসরকারি থেকে বিদেশি, সব ধরনের ব্যাঙ্কই রয়েছে এই তালিকায়।

সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কীভাবে খেদিয়ে দেয় বিভিন্ন ব্যাঙ্ক, তা জানতে একটি স্টিং অপারেশন চালান বম্বে আইআইটি-র অধ্যাপক আশিস দাস। সব দেখেশুনে তিনি যে রিপোর্টটি তৈরি করেছেন, তা মর্মান্তিক। তিনি জানান, ২০১২ সালের ১০ আগস্ট দেশের শীর্ষ ব্যাঙ্ক তথা রিজার্ভ ব্যাঙ্ক একটি নির্দেশিকা জারি করে (আরবিআই-২০১২-১৩-১৬৪, ডিবিওডি নম্বর এলইজি. বিসি-৩৫-০৯.০৭.০০৫-২০১২-১৩) বাণিজ্যিক তপশিলি ব্যাঙ্কগুলির উদ্দেশে। এই নির্দেশিকার সূত্র ধরে পরবর্তী সময়ে গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কগুলিকেও একই নিয়মের আওতায় নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক।

বলা হয়, ১) সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখে 'বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট' খুলতে দিতে হবে সাধারণ মানুষকে; ২) এই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক নয় অর্থাৎ জিরো ব্যালান্স রাখা যাবে; ৩) শুধু ব্যাঙ্কের শাখা নয়, এটিএম, চেক, বৈদ্যুতিন পদ্ধতিতে টাকা জমা দেওয়া ও তোলা যাবে; ৪) টাকা কতবার জমা দেওয়া যাবে, তার ঊর্ধ্বসীমা না থাকলেও মাসে চারবারের বেশি টাকা তোলা যাবে না; ৫) এটিএম-পাশবুক নিখরচায় দিতে হবে। প্রসঙ্গত, এই 'বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট'-কে রিজার্ভ ব্যাঙ্ক 'স্মল অ্যাকাউন্ট' নামেও চিহ্নিত করেছে। 'স্মল অ্যাকাউন্ট'-এ সর্বাধিক ৫০ হাজার টাকার বেশি জমা রাখা যায় না এবং মাসে ১০ হাজার টাকার বেশি তোলা যায় না।

আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, বিদেশ থেকে কোনও টাকা এ ধরনের অ্যাকাউন্টে জমা করা যায় না। তাই অ্যাকাউন্ট খোলার শর্তগুলিও সহজ। পূরণ করা ফর্ম, এক কপি ছবি ও একটি ঘোষণাপত্র দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। আপনি 'স্মল অ্যাকাউন্ট' খুলতে চাইলে ব্যাঙ্ক আপনার কাছ থেকে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ বাধ্যতামূলকভাবে চাইতে পারে না।

কিন্তু, আশিসবাবুর দাবি, অনেক ব্যাঙ্কের কর্মীরা নিজেরাই জানেন না, এমন নির্দেশিকার কথা। আর যাঁরা জানেন, তাঁরা ইচ্ছা করেই মানুষকে বলেন না। কারণ, 'স্মল অ্যাকাউন্ট' খুললে ব্যাঙ্কগুলির লাভ হয় না। উল্টে জমা টাকার ওপর সুদ গুনতে হয়। ফলে, সামাজিক দায়বদ্ধতা পালনে তারা ততটা আগ্রহ দেখায় না। অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট (যেমন, প্রিমিয়াম, প্রিভি, এক্সিকিউটিভ) খোলার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি বরং যেচে আগ্রহ দেখায়। তাঁর অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, সামাজিক দায়িত্ব ইত্যাদির থেকেও ব্যাঙ্কগুলির কাছে মুনাফাই বড় হয়ে উঠেছে। ইউরোপের কোনও দেশে হলে শীর্ষ ব্যাঙ্ককে এভাবে বুড়ো আঙুল দেখাতে পারত না সাধারণ ব্যাঙ্কগুলি।

English summary
Banks violate RBI norms to open zero balance accounts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X