For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এটিএম ট্রানজাকশন'-এ যুক্তিসংগত অতিরিক্ত মূল্য জারি করতে পারে ব্যাঙ্ক : আরবিআই

Google Oneindia Bengali News

'এটিএম ট্রানজাকশন'-এ যুক্তিসংগত অতিরিক্ত মূল্য জারি করতে পারে ব্যাঙ্ক : আরবিআই
মুম্বই, ৩ জানুয়ারি : ব্যাঙ্কের হিসাবের গোলোযোগ মেটাতে ও অর্থনৈতিক অবস্থাকে মজবুত করতে 'এটিএম ট্রানজাকশন'-এর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক অতিরিক্ত মূল্য জারি করতে চাইলে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র রয়েছে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ব্যাঙ্ক নির্ধারিত অর্থের পরিমাণ যদি যুক্তিসংগত হয় তাহলে রিজার্ভ ব্যাঙ্কের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর কে সি চক্রবর্তী।

ডেপুটি গভর্নর জানিয়েছে, যদিও এই বিষয়ে এখনও কোনও ব্যাঙ্কের তরফে 'এটিএম ট্রানজাকশন'-এর উপর অতিরিক্ত ফি ধার্য করার আবেদন আসেনি।

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে ব্যাঙ্কগুলি

ব্যাঙ্ক আধিকারিকদের একাংশের ধারণা, ব্যাঙ্ক কী ধরণের সুযোগ সুবিধা বা অতিরিক্ত ফি গ্রাহকদের জন্য দেবেন সে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।

সম্প্রতি বেঙ্গালুরুতে করপোরেশন ব্যাঙ্কের এটিএম-এর ভিতর মহিলার উপর হামলার পরেই প্রত্যেক ব্যাঙ্কের সবকটি এটিএম-এ ২৪ ঘন্টার জন্য সশস্ত্র নিরাপত্তী রক্ষী রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা ব্যাঙ্কগুলির পক্ষে যথেষ্ট খরচাবহুল। এবং যে হারে এটিএম রয়েছে তাতে প্রত্যেকটা এটিএম-এ ২৪ ঘন্টার নিরাপত্তারক্ষী রাখা সম্ভবপর না বলে দাবী অধিকাংশ ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

এদিকে বর্তমানে গ্রাহক তাঁর ব্যাঙ্ক এটিএম একমাসে যতবার খুশি ব্যাবহার করে টাকা তুলতে পারেন। কিন্তু অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে একমাসে ৫ বারের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। কারণ অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে প্রত্যেকটি লেনদেনের জন্য ওই ব্যাঙ্ক ১৫ টাকা ও তার উপর কর দেয় সংশ্লিষ্ট অন্য ব্যাঙ্ককে। এর ফলে যদি ক্ষতি হয় ব্যাঙ্কের কাছে ফি বাড়ানো ছাড়া আর কোনও উপায় থাকবে না বলে জানিয়েছেন কে সি চক্রবর্তী।

সূত্রের খবর অনুযায়ী, এখনও এ বিষয়ে কোনও আবেদন না জানালেও ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেবে ব্যাঙ্কগুলি।

English summary
Banks free to charge 'reasonable ATM fees': RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X