For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যোদ্ধাদের পাশে এশিয়ান পেইন্টস, তৈরি 'ওয়ান নেশন ওয়ান ভয়েস' অ্যান্থেম

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল এশিয়ান পেইন্টস, তৈরি হল 'ওয়ান নেশন ওয়ান ভয়েস' অ্যান্থেম

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে ভারত তথা গোটা বিশ্ব। আর এই লড়াইয়ে শামিল হল এশিয়ান পেইন্টস। ভারতীয় সংস্থা হিসাবে দশকের পর দশক ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে এশিয়ান পেইন্টস। আর এই বিপদের দিনে ফের একবার এগিয়ে এল এশিয়ান পেইন্টস। পিএম কেয়ারস ফান্ডকে আরও শক্তিশালী করতে বড় অবদান রাখল এই সংস্থা।

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল এশিয়ান পেইন্টস, তৈরি হল ওয়ান নেশন ওয়ান ভয়েস অ্যান্থেম

করোনা যোদ্ধাদের সাহায্য করতে বড় ভূমিকা নিয়েছে পিএম কেয়ার্স ফান্ড। সেই তহবিলকে বড় করে তুলতে এই মুহূর্তে তৈরি করা হয়েছে একটি অ্যান্থেম- যার নাম 'ওয়ান নেশন ওয়ান ভয়েস'। রবিবার ১৭ মে দেশের খ্যাতনামা ২০০ জন গায়ক-গায়িকার গাওয়া এই গানটি প্রকাশ পেয়েছে। গানটির শীর্ষক হল - 'জয়তু জয়তু ভারত, বসুদেব কুটুম্বকম'।

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল এশিয়ান পেইন্টস, তৈরি হল ওয়ান নেশন ওয়ান ভয়েস অ্যান্থেম

১৪ টি ভাষায় এই গানটি গাওয়া হয়েছে। ইন্ডিয়ান সিঙ্গারস রাইটস অ্যাসোসিয়েশন (ISRA) এই গোটা বিষয়টিকে কার্যকর করেছে। করোনা ভাইরাসের এই দুর্যোগকালে এগিয়ে এসেছেন শিল্পীরা। সোনু নিগম, শ্রীনিবাস ও সঞ্জয় ট্যান্ডনের যৌথ উদ্যোগে এই গানটি সম্ভব হয়েছে।

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল এশিয়ান পেইন্টস, তৈরি হল ওয়ান নেশন ওয়ান ভয়েস অ্যান্থেম

গানটি সর্বতোভাবে অভিনব। কারণ প্রত্যেক শিল্পী লকডাউনের মাঝে নিজের বাড়ি থেকে গান রেকর্ডিং করেছেন। চ্যালেঞ্জ অনেক‌ই ছিল। কারণ বেশিরভাগ শিল্পীর কাছেই বাড়িতে পেশাদার রেকর্ডিং সরঞ্জাম নেই। তবে সবকিছুকে ছাপিয়ে শিল্পীরা এগিয়ে এসে এই মহান কাজে সফল করেছেন।

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল এশিয়ান পেইন্টস, তৈরি হল ওয়ান নেশন ওয়ান ভয়েস অ্যান্থেম

যে গান গাওয়া হয়েছে তাতে বিখ্যাত সব শিল্পীরা গলা মিলিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন আশা ভোঁসলে, অনুপ জলোটা, অলকা ইয়াগনিক, হরিহরণ, কৈলাস খের, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, মহালক্ষ্মী আইয়ার, মানো, পঙ্কজ উদাস, এসপি বালাসুব্রমনিয়াম, শান, সোনু নিগম, সুদেশ ভোঁসলে, সুরেশ ওয়াদকর, শৈলেন্দ্র সিং, শ্রীনিবাস, তলত আজিজ, উদিত নারায়ণ, শঙ্কর মহাদেবন, যশবীর জস‍্যি সহ আর‌ও অসংখ্য খ্যাতনামা শিল্পীরা।

এশিয়ান পেইন্টসের এই উদ্যোগ নিয়ে সিইও অমিত সিঙ্গলে জানিয়েছেন, এশিয়ান পেইন্টস ব্র্যান্ড হিসেবে সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করে এসেছে। রাষ্ট্র হিসাবে আমরা এই মুহূর্তে এক কঠিন ভবিষ্যতের দিকে এগোচ্ছি। ফলে এটাই সময় এগিয়ে আসার এবং কিছু করার। ব্র্যান্ড হিসেবে আমাদের সবসময়ই বাড়ির সঙ্গে নাড়ির বন্ধন রয়েছে। এবং দেশের সেরা ২০০ জন শিল্পীর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি দেশের নাগরিকদের জন্য সাহায্য করতে পেরে আমরা গর্বিত। এই ওয়ান নেশন ওয়ান ভয়েস শুধুমাত্র একটি অ্যান্থেম নয় বরং একটি মুভমেন্ট। যার মধ্যে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। আমরা নিশ্চিত এর মাধ্যমে এই দুর্যোগের মুহূর্তে আমরা সকলকে অনুপ্রাণিত করতে পারব।

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াল এশিয়ান পেইন্টস, তৈরি হল ওয়ান নেশন ওয়ান ভয়েস অ্যান্থেম

এশিয়ান পেইন্টস ইতিমধ্যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তহবিলে ৩৫ কোটি টাকা সাহায্য করেছে। এই নতুন গানটি ১০০টি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। যার মধ্যে টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া, ওটিটি, ভিওডি, আইএসপি, ডিটিএইচ সহ একাধিক প্লাটফর্ম রয়েছে। এই সবকটি প্ল্যাটফর্ম থেকে পাওয়া সাহায্য পিএম কেয়ারস ফান্ডে দেওয়া হবে।

এই গানটি ১৪টি ভাষা - যার মধ্যে রয়েছে হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাতি, তামিল, তেলুগু, মালয়ালম, ভোজপুরি, অসমীয়া, কাশ্মীরি, রাজস্থানী, ওড়িয়াতে রিলিজ করা হয়েছে।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X