For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফোন উঠাও ইন্ডিয়াকো পড়াও', আপনার জীবনের দশটি মিনিট বদলাতে পারে একটি শৈশব

'ফোন উঠাও ইন্ডিয়া পড়াও' উদ্যোগের সৌজন্যে আপনি ছোট ছোট শিশুদের স্বাক্ষর করা থেকে মাত্র একটি ফোন দূরে সেটা জানেন কি?

Google Oneindia Bengali News

'ফোন উঠাও ইন্ডিয়া পড়াও' উদ্যোগের সৌজন্যে আপনি ছোট ছোট শিশুদের আরও আধুনিক করা থেকে মাত্র একটি ফোন দূরে সেটা জানেন কি?

নীহার ন্যাচারালস শান্তি আমলা, ভারতের অন্যতম দ্রুত গতিতে বেড়ে চলা হেয়ার অয়েল ব্র্যান্ড। তারা সম্প্রতি একটি প্রচার শুরু করেছে। সেটা হল - #PhoneUthaoIndiaKoPadhao। উদ্দেশ্য একটাই, দেশের শিশুদের স্পোকেন ইংরেজিতে সাবলীল করে তোলা।

আপনার জীবনের দশটি মিনিট বদলাতে পারে একটি শৈশব

#PhoneUthaoIndiaKoPadhao অথবা 'Take A Call' হল একটি প্লাটফর্ম যা শহুরে শিক্ষিত লোকদের গ্রামীণ পিছিয়ে পড়া এলাকার শিশুদের সঙ্গে সংযোগ ঘটাবে। যারা স্পোকেন ইংলিশ অভ্যাস করতে চায়।

আপনার কাছে একটাই আবেদন, আপনি এই মুভমেন্টে শামিল হয়ে দেশের গ্রামীণ এলাকার শিশুদের জীবনে ছাপ রেখে যান। এজন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। সপ্তাহে মাত্র ১০ মিনিটেই কাজ হাসিল হয়ে যাবে।

সপ্তাহে মাত্র ১০ মিনিটেই কাজ হাসিল হয়ে যাবে

'ফোন উঠাও ইন্ডিয়াকো পড়াও' উদ্যোগের মাধ্যমে শহরে স্বেচ্ছাসেবীরা যারা নাম নথিভুক্ত করবেন, তাঁদের সপ্তাহে মাত্র ১০টি মিনিট সময় দিতে হবে। যাতে এই শিশুরা ফোন কলের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখতে পারে। এই শিশুরা একটি টোল ফ্রি আইভিআর নম্বরের মাধ্যমে সংযোগ করবে। এবং ভারতের যেকোনও প্রান্তে থাকা স্বেচ্ছাসেবীরা এতে যোগ দিতে পারবেন। যে সময় যিনি ফাঁকা থাকবেন, এইভাবে পড়ানো যেতে পারে।

ফোন কলের সময় শিশুরা আগের রেকর্ড করা অংশ থেকে প্র্যাকটিস করে দেখতে পারবে। অথবা যে ইংরেজি তারা নিজেদের স্কুলে শিখেছে তার মধ্যে থেকে কোনও একটি বিষয় বেছে নিয়ে প্রশ্ন করতে পারবে। মোদ্দাকথা হল, তাদের নিয়মিতভাবে ইংরেজিতে কথা বলা অভ্যাস করাতে হবে। যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

মূল উদ্দেশ্য হল, খুব সহজ ভাবে শিশুদের বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো। কিন্তু অনেকেই বিস্মিত হয়েছেন, কেন শুধু ইংরেজি? আসল ঘটনা হল, ইংরেজি ভাষা সর্বত্র কাজে লাগে। বেশিরভাগ জায়গায় এই ভাষার মাধ্যমে কাজ চালানো যায়। এবং সর্বোপরি এই ভাষা জানা থাকলে কাজের সুযোগ বাড়ে।

নিহার শান্তি পাঠশালা ফানওয়ালা উদ্যোগের মাধ্যমে শুধু ভালো শিক্ষা দেওয়াই নয়, একাধিক প্রকল্পে শিশুদের জন্য কাজে লাগানো হচ্ছে। এই নিহার শান্তি পাঠশালা ফানওয়ালা ভাবনা বিনে পয়সায় শিশুদের যেকোনও সময় স্পোকেন ইংলিশের শিক্ষা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

বিগত কয়েক বছরের মধ্যে নীহার শান্তি পাঠশালা ফানওয়ালা গ্রামীণ এলাকায় দারুণ প্রভাব ফেলেছে। সাড়ে সাত হাজারের বেশি গ্রামে এটি কাজ করেছে। এবং গত এক বছরে গ্রামের শিশুদের নিয়ে কাজ করা এই প্রকল্প এক মহান কর্মযজ্ঞে পরিণত হয়েছে।

এই ফোন উঠাও ইন্ডিয়াকো পড়াও

এই ফোন উঠাও ইন্ডিয়াকো পড়াও - প্রচারের মাধ্যমে গ্রামীণ শিশুরা শহুরে শিক্ষিত সমাজের সঙ্গে সাবলীল ইংরেজিতে কথা বলার সুযোগ পাচ্ছে।

এই নীহার ন্যাচারালস শান্তি আমলা 'এডুকেট গার্লস' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে নিজেদের সংযুক্ত করেছে। যারা প্রান্তিক শিশুকন্যাদের শিক্ষাদান করে। এবং তাদের জীবনে সামাজিক অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে ভারতের সেইসব অঞ্চলে যেখানে লিঙ্গবৈষম্যের প্রকোপ অনেক বেশি।

এর আগের প্রকল্পগুলিতে দুই লক্ষের বেশি শিশুরা মধ্যপ্রদেশ, রাজস্থানে ব্যাপকভাবে উপকৃত হয়েছে।

শিশুদের জীবনে সহজে বদল আনতে পারে এই 'ফোন উঠাও ইন্ডিয়াকো পড়াও' প্রোজেক্ট যা এককথায় সকলের জন্য, যাঁরা ইংরেজি বলতে পারেন তাঁরা সহজেই শিশুদের সেই স্কিল শেখাতে সাহায্য করতে পারেন।

তাই আসুন, একটি ফোনের মাধ্যমে একটি শিশুর জীবনে বদল আনুন। আপনার জীবনের মাত্র দশ মিনিট সময় একটি জীবন বদলে দিতে পারে। স্বেচ্ছায় এগিয়ে আসতে চাইলে এই লিঙ্কে http://bit.ly/2MTJfYk ক্লিক করুন।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X