For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগ দুর্নীতির তদন্তে কেন গ্রেফতার নন দিলীপ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে কেন দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না তা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! শুধু তাই নয়, এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ পর্যন্ত করলেন তিনি। আজ মঙ্গলবার ডায়মন্ডহারবারে

  • |
Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে কেন দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না তা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! শুধু তাই নয়, এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ পর্যন্ত করলেন তিনি। আজ মঙ্গলবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করেন সাংসদ। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

আর সেখান থেকেই ধৃত 'মিডলম্যান' প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার নিয়ে কথা বলেন।

বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে 'মিডলম্যান' হিসাবে প্রসন্ন রায়কে গ্রেফতার করে সিবিআই। আর তাঁর বাড়ি থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতার বাড়ির দলিল পাওয়া নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছে তৃণমূল। যদিও দলিল থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন অবশ্য দিলীপ ঘোষ। পালটা জানিয়েছেন, আমি এই বিষয়ে যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। এমনকি সিআইডি দিয়ে তদন্ত করলেও তাঁর সমস্যা নেই বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আর সেই বিষয়টিকে তুলে এনে ফের একবার বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বিশয়ে কথা বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের কথাও তুলে এনেছেন তিনি। বলেন, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আর সেই তল্লাশি চালানোর সময়ে অর্পিতার নামে দলিল পাওয়া যায়। আর এরপরেই সেখানে তল্লাশি চালানো হয়। এমনকি গ্রেফতারও করা হয়। এক্ষেত্রে যখন ধৃত ব্যক্তির বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেল কেন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হল না? প্রশ্ন অভিষেকের।

আর তা চালানো হলে কালো টাকা পাওয়া যেত বলেও এদিন সন্দেহ প্রকাশ তাঁর। টাকা কিংবা প্রমাণ থাকত বলে সন্দেহ প্রকাশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। কিন্ত্য সেই সময় দিয়ে দেওয়া হল বলে দাবি তাঁর। আর এরপরেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, উনি একটা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাঁদের সবাইকে শাস্তি দেবেন। আর সেটাই সুনিশ্চিত করার কথা বলেন অভিষেক। এমনকি কেন দিলীপ ঘোষ গ্রেফতার হবেন না তা নিয়েও কার্যত প্রশ্ন বিচারপতির উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, একাধিক দুর্নীতি মামলার শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ইতিমধ্যে তাঁর নির্দেশে দুর্নীতির তদন্ত করছে সিবিআই। যা নিয়ে বারবার শাসক তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই অবস্থায় পঞ্চায়েতের আগে দিলীপ ঘোষের দলিল তৃণমূলের পালটা হাতিয়ার হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আগামীকাল পঞ্চায়েত হলেও তৈরি দল! নতুন তৃণমূলের ব্যাখ্যা দিয়ে কী বললেন অভিষেক? আগামীকাল পঞ্চায়েত হলেও তৈরি দল! নতুন তৃণমূলের ব্যাখ্যা দিয়ে কী বললেন অভিষেক?

English summary
why Dilip Ghosh not arrested, asks Abhishek Banerjee, wants to ask Justice Abhijit Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X