For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ফিরছেন পাঁচ বিধায়ক, বিজেপির সাত সাংসদ! কাদের নাম 'ফাঁস' করলেন জ্যোতিপ্রিয়

তৃণমূলে ফিরছেন পাঁচ বিধায়ক, বিজেপির সাত সাংসদ! কাদের নাম 'ফাঁস' করলেন জ্যোতিপ্রিয়

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বিধায়ক অর্জুন সিং এবং বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সোমবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই দুই বিধায়ক। এরপরেই তাঁদের তৃণমূলে যোগ নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও তিনি বিজেপিতেই রয়েছেন বলে দাবি করেছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। একই কথা বলেছেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসও। কিন্তু তাঁর মতে, জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কিছু বন্ধু রয়েছে তৃণমূলে। দলবদল করার মানে সম্পর্কও শেষ করা নয়। ফলে কিছুটা হলেও জল্পনা জিইয়ে রেখেছেন তিনি। আর এই জল্পনার মধ্যেই দল ত্যাগী বিধায়কদের ঘর বাপসী নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ঘরে ফিরবে তৃণমূল ত্যাগী ৫ বিধায়ক, বিজেপির ৭ সাংসদ!

ঘরে ফিরবে তৃণমূল ত্যাগী ৫ বিধায়ক, বিজেপির ৭ সাংসদ!

"ঘরে ফিরবে তৃণমূল ত্যাগী ৫ বিধায়ক, বিজেপির ৭ সাংসদ" উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃহৎ মেগা পাওয়ারলুম কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তৃণমূল ত্যাগী ২ বিধায়ক সুনীল সিং ও বিশ্বজিত দাস সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর দলত্যাগী বিধায়কদের ঘর বাপসী নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ওরা গেছিল কি জন্য সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে কিসের ইঙ্গিত বুঝে নিন । মে মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে তৃণমূলে যোগ দেবেন বিজেপির ৭ সাংসদ ও তৃণমূল ত্যাগী ৫ বিধায়কই । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই হবে । বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প রাজনীতির রাস্তা নেই ।" তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

গুরুত্ব দিতে নারাজ বিজেপি

গুরুত্ব দিতে নারাজ বিজেপি

সুনীল সিং এবং বিশ্বজিতের সঙ্গে তৃণমূল নেত্রীর সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও এরপরেই বিজেপি দফতরে তাঁদের তড়িঘড়ি ডেকে পাঠানো হয় তৃণমূলত্যাগী দুই বিধায়ককে। দুজনের সঙ্গে কার্যত রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে সুনীল সিংয়ের মত বদলালেও বিশ্বজিতের মন্তব্যে এখনও দলবদলের ইঙ্গিত রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে ভাবতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব।

এর আগে দিলীপ ঘোষ একাধিকবার দাবি করেছেন যে, প্রত্যেকদিন সকালে তৃণমূল মন্ত্রী, বিধায়করা ফোন করছেন। দলে আসতে চাইছেন। তালিকা অনেক বড়। কাকে নেব আর কাকে না তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। যেখানে দলে দলে তৃণমূল থেকে ছেড়ে আসা লোক বিজেপিতে যোগ দিতে চাইছে সেখানে তৃণমূলে কেউ যাবে না বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির। ফলে এই ধরনের জ্যোতপ্রিয় মল্লিকের মন্তব্যকে বিজেপি নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষ তাঁদের পাশে আছে। এবার ২০২১ পরিবর্তনের পরিবর্তন দেখবে।

৭ থেকে ৮ জন সাংসদ, বিধায়ক বিজেপিতে আসবে

৭ থেকে ৮ জন সাংসদ, বিধায়ক বিজেপিতে আসবে

গত কয়েকদিন আগে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শতাব্দী রায়ের বিজেপি যোগের জল্পনার পরেই বিস্ফোরক মন্তব্য করেন সৌমিত্র। তিনি মন্তব্য করে বলেন, ৭ থেকে ৮ জন তৃণমূল সাংসদ, বিধায়ক সকলেই চিন্তাভাবনা করে নিয়েছেন বিজেপিতে আসার ব্যাপারে। এখন শুধু সময়ের অপেক্ষা।" এই সংক্রান্ত একটি তালিকাও দেন সৌমিত্র। বলেন, বিজেপিতে আসার ব্যাপারে এক নম্বরে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দু' নম্বরে শতাব্দী রায়। তিন নম্বরে রয়েছেন অপরূপা পোদ্দার। এমনকি, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়কের নাম করেন সৌমিত্র। যদিও শেষ বেলায় প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়ের মানভঞ্জনের চেষ্টা করে তৃণমূল। তাতে সফলও হয়। কিন্তু ইতিমধ্যে বিজেপিতে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক।

মতুয়া গড়ে বিজেপির চ্যালেঞ্জ উপেক্ষা, বড় ব্যবধানে পঞ্চায়েতের বোর্ড গঠন তৃণমূলেরমতুয়া গড়ে বিজেপির চ্যালেঞ্জ উপেক্ষা, বড় ব্যবধানে পঞ্চায়েতের বোর্ড গঠন তৃণমূলের

English summary
West Bengal Election 2021: 7 BJP MP and 5 MLA will Join TMC claim Jyotipriya Mallick
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X