৬০ কেজি ওজনের মাছ বিক্রি করে রাতারাতি লাখপতি আম্ফানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা
একেই বলে ভাগ্য। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের এক ৫৫ বছরের বৃদ্ধা মহিলা রাতারাতি লাখপতি হয়ে উঠলেন। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর জালে এক ৬০ কেজির মাছ ধরা পড়ে, যা তিনি ৩,৩২,০০০ টাকায় বিক্রি করেছেন। মাছ বিক্রি করে বড়লোক হয়ে যাওয়ার কাহিনী যে কোনও রূপকথাকেও হার মানায়।

চাকফুলডুবি গ্রামের স্থানীয় ব্যবসায়ী পুষ্পরাণি কর মঙ্গলবার মাছ ধরতে গিয়ে এক জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁর জালে চলে আসে ৬০ কেজি ওজনের ভোটা ভেটকি, তারপরই তিনি এই জ্যাকপটটি জেতেন। পুষ্পরাণি করের ওই মাছের আকার দেখে মনে হয়েছে তা তাঁর জালে ধরবে না, যে কারণে তিনি তাঁর পরনের শাড়ি খুলে মাছটিকে জড়িয়ে নিয়ে জল থেকে ডাঙায় তোলেন। এরপর স্থানীয়রা ওই মাছটিকে বাজারে নিয়ে যেতে ওই মহিলাকে সহায়তা করেন।
সম্প্রতি আম্ফান ঝড়ে আক্রান্ত হয়েছিলেন পুষ্পরাণি কর। তিনি বিধবা এবং তিনি তাঁর জালে ছোট ছোট মাছ ধরার জন্য দানা–শষ্য সংগ্রহ করে বেড়ান। তিনি বলেন, 'আমি আমার জীবনে কখনওএত বড় মাছ দেখিনি। আমি জানিনা এই অর্থ দিয়ে আমি কি করব।’
পুষ্পরাণি রাজ্য সরকারের গড়ে দেওয়া শিবিরে থাকেন কারণ ঝড়ে তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি এবার তাঁর জরাজীর্ণ বাড়িতে ফিরে যাবেন এবং এই অর্থ দিয়ে নিজের বাড়ি মেরামত করবেন। কাকদ্বীপের এক ব্যবসায়ী এই মাছটি কিনেছেন বলে জানা গিয়েছে