দুই করোনা যোদ্ধা হার মানলেন দক্ষিণ ২৪ পরগনায়
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ ২৪ পরগনার প্রথম সারির এক করোনা যোদ্ধা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার নোদাখালি থানার আইসি অনিন্দ্য বসু। বয়স হয়েছিল ৪৪ বছর।

অনিন্দ্য বাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখে করোনা পজিটিভ ধরা পড়ে আইসি অনিন্দ্য বসুর। তারপর থেকে ভর্তি হন বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে। সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু বুধবার রাতে হঠাৎ করে অবস্থার অবনতি হয়।
পরে গ্রিন করিডর করে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন অনিন্দ্য। তাঁর মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, এইদিনই মৃত্যু হয় মন্দিরবাজারের বিডিও সঈদ আহমেদ (৫৬)। একই দিনে দুই প্রশাসনিক আধিকারিকের মৃত্যুতে জেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে জেলা প্রশাসনিক স্তরে। দুই আধিকারিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলাশাসক পি উলগানাথন।
ভূস্বর্গে ফের জঙ্গি নিশানায় বিজেপি, ৩ নেতাকে গুলি করে খুন অনন্তনাগে