বাংলাদেশ সীমান্তে নয় লক্ষ টাকা সমেত দুই বাংলাদেশি গ্রেফতার
নগদ নয় লক্ষ টাকা সহ গ্রেফতার দুই বাংলাদেশি। ধৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহাকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গায় সোমবার বিকেলে দুই বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ -এর ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

এদিন সন্ধ্যে নামার আগে নজরদারি করার সময় ওই দুই যুবককে দেখে সন্দেহ হয় জাওয়ানদের। তাদের পরিচয় পত্র দেখতে চান জওয়ানরা। তারা সঠিক কোনও পরিচয় পত্র দেখাতে না পড়ে তাদেরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা উদ্ধার হয়। একসঙ্গে এত পরিমান টাকা তারা কিভাবে আনছিলেন, এবং কোত্থেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানতে চাওয়া হলেও তারা কোনো উত্তর দেননি। তাদের আটক করে বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয় বিএসএফের তরফে।

মঙ্গলবার এই দুই যুবককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে বসিরহাট পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার নগদ টাকা ও পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে।
ভোটের আগে ওসিকে সরানোর দাবি মেদিনীপুরে, অভিযুক্ত তৃণমূল নেত্রী