টাকি রোডে ট্রাক দাঁড় করিয়ে রাস্তা অবরোধ ট্রাকচালকদের
রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের প্রভাব পরল সীমান্ত বাণিজ্যেও। এদিন উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে বসিরহাটে টাকি রোডের উপর ট্রাক দার করিয়ে বিক্ষোভ দেখান ট্রাক মালিক সংগঠন।

সোমবার থেকেই শুরু হয়ে গেল ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘট। পথে নামছে না প্রায় ৬ লক্ষ ট্রাক। বিস্তর ক্ষতির মুখ দেখবে ব্যবসায়ী ও পাইকেরি বাজার। রাজ্যে ঢুকতেও দেওয়া হবে কোনও ভিন রাজ্যের ট্রাককে। যার ফলে নতুন করে বাজারে আগু দামের সম্ভাবনা বাড়ছে।
এদিন ট্রাক মালিকদের পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘট ডাকে বন্ধ রয়েছে সীমান্ত বানিজ্যও। তাদের দাবি সরকার যদি না মেনে নেয় তাহলে আগামী দিনে পুজোর পরে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছে ট্রাক মালিক সংগঠন।
ইতিমধ্যেই বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে টাকি রোডের ওপর সারি সারি পণ্যবাহী দাঁড়িয়ে রয়েছে। ৭২ ঘন্টা এই ট্রাক ধর্মঘট যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। দৈনন্দিন জীবনের দাম বাড়বে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। যার ফলে প্রচুর কাঁচামাল নষ্ট হতে বসেছে এই ট্রাক ধর্মঘটের ফলে।

ঘূর্ণিঝড়'গতি’ধেয়ে চলেছে বঙ্গোপসাগর দিয়ে, কখন আছড়ে পড়তে চলেছে উপকূলে