For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাছ লাগিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হল বসিরহাটে

গাছ লাগিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হল বসিরহাটে

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

একটি গাছ একটি প্রাণ। চিরন্তন সত্যকে সামনে রেখে গাছ লাগিয়ে ও পরিবেশ সচেতনতার মাধ্যমে ৩ ডিসেম্বর জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হল বসিরহাটে। এদিন বসিরহাট মহকুমার প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পরিবেশ বাঁচানোর নতুন সংকল্প নিয়ে, ইছামতীর নদীর পাড়ে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ লাগিয়ে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন ও সুন্দরবনকে বাঁচাতে নতুন উদ্যোগ নেয় সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা।

গাছ লাগিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হল বসিরহাটে

পাঁচ শতাধিক গাছ ইছামতীর পাড়ে লাগানোর মধ্য দিয়ে আজ এই প্রতিবন্ধী দিবস পালন করলেন। এই সংস্থার মহকুমার সভাপতি চৈতালি মন্ডল, সহ-সভাপতি রক্তিম ইসলাম বসিরহাট এক নম্বর ব্লকের পুর্তের কর্মদ্যক্ষ শফিকুল দফাদার, বিধায়ক দীপেন্দু বিশ্বাস, কৌশিক দত্ত সহ অন্যান্য নেতৃত্ব প্রতিবন্ধী ভাই-বোনেদের উৎসাহ দেন।

পাশাপাশি, বৃহস্পতিবার বসিরহাট এক নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের মেরুদন্ডী সুইচগেট সামনে মঞ্চ বেঁধে পাঁচ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনেদের মোটর চালিত ভ্যান, সরকারি সার্টিফিকেট স্যানিটাইজার প্রদান করা হয়।

তারা জানান, 'সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ মনে করলে হবে না। মূলস্রোতে আনার জন্য আমাদের সরকার বিভিন্ন রকম সরকারি প্রকল্প পরিষেবা দিচ্ছেন। পাশাপাশি এদের স্বনির্ভর হওয়ার জন্য হাতের কুটিরশিল্পের মধ্য দিয়ে এদের যারা দৈনন্দিক জীবনে কাজ করতে পারেন, এবং নিজেদের একদিকে জীবিকা। অন্যদিকে ছেলেমেয়েদের পড়াশোনার করাতে পারেন তার সবরকম ব্যবস্থা করছে। আমাদের সরকায চায়, অন্যান্য দেশের মতো এরা সমাজের মূল স্রোতে মিশে মানুষের সেবা করুক। এবং সব কিছু সম্মানের সহিত নিজেদের গড়ে তুলুক। নিজের পায়ের স্বনির্ভর হোক'।

অধীর সরব কৃষি আন্দোলন নিয়ে! সংসদের অধিবেশন নিয়ে জোরালো দাবিতে কাকে পাঠালেন চিঠি অধীর সরব কৃষি আন্দোলন নিয়ে! সংসদের অধিবেশন নিয়ে জোরালো দাবিতে কাকে পাঠালেন চিঠি

English summary
Tree plantation has done in Basirhat on the eve of National Day of Disabled Persons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X