For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এক ডাকে অভিষেক’-এ বিপুল সাড়া, পঞ্চায়েত নির্বাচনের আগে সাফল্য তৃণমূলের দুয়ারে

‘দিদিকে বলো’ কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের নির্বাচনের আগে এই একটা কর্মসূচিই বদলে দিয়েছিল রাজনীতির গতিপথ। বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছিল তৃণমূল।

Google Oneindia Bengali News

'দিদিকে বলো' কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের নির্বাচনের আগে এই একটা কর্মসূচিই বদলে দিয়েছিল রাজনীতির গতিপথ। বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছিল তৃণমূল। তারপর একুশের নির্বাচনে তৃণমূল ড্যাংডেঙিয়ে জিতে গিয়েছিল। এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও ব্যাপক সাড়া পেল 'এক ডাকে অভিষেক'-এ। এখ মাসেই মিলল দেড় লক্ষাধিক ফোন।

‘এক ডাকে অভিষেক'-এ সাড়া পড়ে গিয়েছে

‘এক ডাকে অভিষেক'-এ সাড়া পড়ে গিয়েছে

মাত্র এক মাস আগে শুরু হয়েছিল 'এক ডাকে অভিষেক' অভিযান। সেই অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন ২০২৪ সালে। তার আগে এই 'এক ডাকে অভিষেক'-এ সাড়া পড়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছেন। নানা বিষয়ে অভিযোগ ছাড়া নানা পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষ।

জনসংযোগ করতে শুরু করেছে তৃণমূল

জনসংযোগ করতে শুরু করেছে তৃণমূল

গত মাসে এই 'এক ডাকে অভিষেক'-এর উদ্বোধন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের অভিযোগ শুনতে তিনি একটি টোল ফ্রি নম্বর চালু করেছেন। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারছেন সাধারণ মানুষ। তাঁদের অভাব-অভিযোগের সমাধানও করছে তৃণমূল। এভাবেই জনসংযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

অভিষেক সহজলভ্য হলেন এক ফোনে

অভিষেক সহজলভ্য হলেন এক ফোনে

অভিষেকের ডায়মন্ড হারবার মডেল বেশ জনপ্রিয় হয়েছিল। তারপর ২০২৪ লোকসভা ভোটের আগে এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাড়া পাওয়ার বন্দোবস্ত করলেন। মানুষের অভাব-অভিযোগে পাশে থাকার বার্তা নিয়েই অভিষেক সহজলভ্য হলেন এক ফোনে। নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে প্রথম এই পরিষেবা চালু করে তাক লাগিয়ে দিলেন অভিষেক।

 তৃণমূলের পালে হাওয়া লাগিয়ে এক পরিষেবায়

তৃণমূলের পালে হাওয়া লাগিয়ে এক পরিষেবায়

গত ১৮ জুন এই পরিষেবার উদ্বোধন করেছিলেন খোদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২২ দিনের মধ্যেই এই অভিযানে ইতিবাচক সাড়া পেয়েছেন সাংসদ। সামনের বছরেই পঞ্চায়েত ভোট। তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়া জাগানো এক পরিষেবা নিয়ে তৃণমূলের পালে হাওয়া লাগিয়ে দিলেন।

পঞ্চায়েত ভোটের আগে ঝড় তুলতে উদ্যোগ

পঞ্চায়েত ভোটের আগে ঝড় তুলতে উদ্যোগ

অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনার সময় নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে পরিষেবার ডালি সাজিয়ে হাজির হয়েছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন সমাজের হতদরিদ্র শ্রেণির মানুষের। তাঁর ডায়মন্ড হারবার মডেল সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এবারও তেমনই এক অভিযান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলেন পঞ্চায়েত ভোটের আগে ঝড় তুলতে।

অভিষেক নিজে মডেল হয়ে বাকিদের পথ দেখাচ্ছেন

অভিষেক নিজে মডেল হয়ে বাকিদের পথ দেখাচ্ছেন

এবার দেখার অভিষেকের কেন্দ্রে এই অভিযান সফল হওয়ার পর রাজ্যওয়াড়ি তা চালু হয় কি না। অভিষেক নিজে মডেল হয়ে দেখাতে চেয়েছেন সদিচ্ছা থাকলে মানুষের পাশে থাকা যায়। একের পর এক মডেল পরিষেবা চালু করে অভিষেক বুঝিয়ে দিয়েছেন নির্বাচনী রাজনীতি তিনি করেন না। সারা বছর মানুষের পাশে থাকার জন্য তিনি বদ্ধপরিকর। সেই কাজটা তিনি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি চান, তাঁর মতো বাকিরাও নিজের নিজের সংসদীয় ক্ষেত্রে একইরকম সক্রিয় থাকুন।

English summary
TMC takes positive move and gets calling of people with campaign of ‘Ek dake Abhishek’ before 2024.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X