২৪ পরগনার ডাকাবুকো তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে
একুশের মহারণের আগে ঘাসফুল শিবিরে ফের ধাক্কা। ঘর ভাঙলেন সেই মুকুল রায়। উত্তর ২৪ পরগনার তৃণমূলের ডাকাবুকো নেতা তপন ঘোষ বিজেপিতে যোগ দিলেন। সম্প্রতি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলের প্রাথমিক সদস্য পদও ছেড়েছিলেন রতন ঘোষ। সেই থেকেই দলবদলের জল্পনা ছিল।

এদিন দুপুরে বিজেপির হেস্টিংস দফতরে দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেন।
প্রসঙ্গত, তৃণমূলের জন্ম লগ্ন থেকেই রতন ঘোষ ঘাসফুল শিবিরের সক্রিয় কর্মী। উত্তর ২৪ পরগনা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়প্রতিটি সভায় তাঁকে দেখা যেত। সেই রতন ঘোষকেই দেখা যায়নি গোপালনগরে মুখ্যমন্ত্রীর সভায়। জানা যায়, তিনি জেলাশাসকের কাছে কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগের আবেদনপত্র জমা দিয়েছেন।

এদিন তাঁর সঙ্গে উত্তর ২৪ পরগনার আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগ দেন বিজেপি শিবিরে। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরের কংগ্রেস নেতা সরোজরঞ্জন কারার-সহ বেশ কয়েকজন যোগ দেন গেরুয়া শিবিরে।
শুভেন্দুর পথেই এগোচ্ছেন রাজীব! ব্রাহ্মণদের অনুষ্ঠানে 'যত মত তত পথে’র বার্তায় জল্পনা