তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে খুনের চেষ্টা! ফের প্রকাশ্যে বসিরহাটে গোষ্ঠীদ্বন্দ্ব
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষকে রাতের অন্ধকারে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতী বিরুদ্ধে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে সোলাদানা বাজারে বাড়ি ফিরছিল তিনি। বসিরহাট থানার নারায়ণপুরের কাছে এই ঘটনা ঘটে। একদল সশস্ত্র দুষ্কৃতী তাকে পিছন দিক থেকে মোটরসাইকেল আটকে রেখে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত ঘোষকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বসিরহাটের তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেশ কিছুদিন ধরেই প্রশান্ত ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছিল তিনি বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে নিয়েও কথা বলেন। তার মধ্যেই এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল। তিনি জানান এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোন ব্যাপার নেই, পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করছে।

তবে কি কারণে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে এই খুনের চেষ্টা, রাজনৈতিক সংঘর্ষ, নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, না ব্যক্তিগত রেষারেষির জেরে এই খুন তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
যে ঘরে খেয়েছেন সেই ঘরের মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেননি, অমিতের বাঁকুড়া সফরকে ফের খোঁচা মমতার