For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী কমিশন''! সুদীপ জৈনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা কাজল সিনহা স্ত্রীয়ের

ভোট বাংলাতে করোনার বাড়বাড়ন্ত। দৈণিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ১৬ হাজার। একের পর এক প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। শাসক হোক কিংবা বিরোধী দুই শিবিরেই প্রার্থীরা করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুও পর্যন্ত হয়েছে করো

  • |
Google Oneindia Bengali News

ভোট বাংলাতে করোনার বাড়বাড়ন্ত। দৈণিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ১৬ হাজার। একের পর এক প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। শাসক হোক কিংবা বিরোধী দুই শিবিরেই প্রার্থীরা করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুও পর্যন্ত হয়েছে করোনা আক্রান্ত হয়েছে।

প্রার্থীর মৃত্যুর পর বন্ধ গিয়েছে জঙ্গিপুর, সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট। করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। তাঁর মৃত্যুতে কমিশনের দিকে আঙুল তুলেছে তৃণমূল। এবার তাঁর মৃত্যুতে নয়া মাত্রা যোগ হল।

অনিচ্ছাকৃত খুনের মামলা কমিশনের বিরুদ্ধে

অনিচ্ছাকৃত খুনের মামলা কমিশনের বিরুদ্ধে

গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কাজল সিনহার। তাঁর মৃত্যুর পরেই নির্বাচন কমিশনকে দায়ী করে নির্বাচন কমিশন। এরপর নয়া মাত্রা যোগ হল। খুনের মামলা দায়ের করলেন খড়দহের মৃত তৃণমূল প্রার্থী কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। বুধবার বিকেলে খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন নন্দিতাদেবী। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন সহ কমিশনে একাধিক আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করলেন তিনি। নন্দিতাদেবী অভিযোগপত্রে তাঁর স্বামীর মৃত্যুর জন্য কমিশনকেই দায়ী করেছেন।

স্পিকটি নট কমিশন

স্পিকটি নট কমিশন

সুদীপ জৈন সহ কমিশনে একাধিক আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। খড়দহ থানায় এই মামলা রুজু করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও আধিকারিকই এই বিষয়ে মুখ খোলেননি। কার্যত স্পিকটি নট সুদীপ জৈন। তবে সূত্রের খবর, আইনগত ভাবে প্রয়োজনে আগামিদিনে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী কমিশন

স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী কমিশন

কাজল সিনহার স্ত্রীয়ের দাবি, দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। বাংলাতেও হু হু করে বাড়তে থাকে করোনার সংক্রমণ। এই অবস্থাতেও বাংলাতে আট দফা ভোট করছে নির্বাচন কমিশন। শেষ কয়েক দফা ভোট একসঙ্গে করার বারবার আবেদন করে তৃণমূল। কিন্তু তাতে সাড়া দেয়নি কমিশন। ফলে ভোটের প্রচার করতে হয়েছে। মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হয়েছে। আর তাতেই করোনা আক্রান্ত হন কাজল সিনহার।। সুদীপ জৈনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন প্রয়াত তৃণমূল প্রার্থীর স্ত্রী। তাঁর কথায়, "আমার স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী কমিশন।"

খুনের মামলা করা উচিত, প্রশ্ন তোলেন মাদ্রাজ হাইকোর্ট

খুনের মামলা করা উচিত, প্রশ্ন তোলেন মাদ্রাজ হাইকোর্ট

করোনা পরিস্থিতিতে ভোট করিয়েছে নির্বাচন কমিশন। লাটে উঠেছিল কোভিডবিধি। এ নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল মাদ্রাজ হাই কোর্ট। বিচারপতি বলেছিলেন, "কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা উচিৎ।" এরপরেই সে পথে হেঁটেই কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা প্রয়াত তৃণমূল প্রার্থীর স্ত্রী।

করোনার বাড়বাড়ন্তে দায়ি কমিশন

করোনার বাড়বাড়ন্তে দায়ি কমিশন

বাংলায় করোনার বাড়বাড়ন্তের জন্য কমিশনই দায়ী। অভিযোগ করেছেন উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কমিশন কিছু ব্যবস্থা করেনি। বিজেপির লোকেরা মিটিং করছে, মিছিল করছে। আর তা থেকেই করোনা বাড়ছে। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, বাংলায় করোনার বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুলেছেন মমতাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পরিকল্পনা করে ৮ দফায় ভোট করেছে। বারবার বলা হচ্ছে বাকি ভোট একদফায় করুন, তাও করছে না। মানুষ মেরে আট দফার ভোটে কি মধু আছে? প্রশ্ন তুলেছেন মমতা

English summary
tmc candidate kajal sinha died of covid his wife files culpable homicide charge on sudip jain and other senior ec officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X