বাড়ির উঠোনে বাঘের ছাপ, ঘুম উঠেছে সুন্দরবনবাসীর
সকাল হতে না হতেই সদ্য বাঘের পায়ের ছাপ বাড়ির চারপাশে। তাতেই আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ভুবনেশ্বর বোসের ঘেরী এলাকায় সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে বাড়ির আশপাশে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা তাতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। এছাড়াও, গ্রামের বেশ কয়েকজন মৎস্যজীবী মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দেখে সদ্য বাঘের পায়ের ছাপ। আর এই বাঘের পায়ের ছাপ দেখে মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে গ্রামে এসে গ্রামবাসীদের বিষয়টি জানান। এরপর গ্রামবাসীরা বন দফতর এবং কোষ্টাল থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোষ্টাল থানার পুলিশ বাহিনী এবং বন দফতরের কর্মীরা।

বুধবার দিনভর চলে বাঘ খোঁজার তল্লাশি। কিন্তু তাতে উদ্ধার হয়নি 'দক্ষিণারায়'। রাতেও পাহারা বসানোর ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা। গ্রামের গবাদি পশুদের ও নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ ও বন দফতর সূত্রের খবর, খাবারের সন্ধানে কোনভাবে মনি নদী পেরিয়ে একটি বাঘ লোকালয়ে ঢোকার ফলে পায়ের ছাপ দেখা গেছে। পাশাপাশি বাঘ ফিরে জঙ্গলে চলে গেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি নজরে রাখা হয়েছে এবং সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা