For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকাল ট্রেন চালুর দাবি, সোনারপুর স্টেশনে অবরোধ নিত্যযাত্রীদের

লোকাল ট্রেন চালুর দাবি, সোনারপুর স্টেশনে অবরোধ নিত্যযাত্রীদের

Google Oneindia Bengali News

স্পেশাল ট্রেন বাড়ানো হলেও তাতে পরিচয় পত্র দেখে চাপতে দেওয়া হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের। প্রতিবাদে সোনারপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তাঁদের দাবি অবিলম্বে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গতবারও এভাবেই দফায় দফায় লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ হয়েছিল।

বন্ধ লোকাল ট্রেন

বন্ধ লোকাল ট্রেন

করোনা সংক্রমণের কারণে ১ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই রাজ্যে কার্যত লকডাইন ঘোষণা করেন। দুই দফায় করোনার কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হলেও গণপরিবহণে ছাড় ঘোষণা করা হয়নি। বন্ধ রয়েছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা।

 চলছে স্পেশাল ট্রেন

চলছে স্পেশাল ট্রেন

করোনার কড়া বিধিনিষেধের কারণে লোকাল ট্রেন না চললেও চালানো হচ্ছে কয়েকটি স্পেশাল ট্রেন। আগে রেল স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছিল। তারপর রাজ্যের অনুরোধে তাতে স্বাস্থ্যকর্মীদের ওঠার অনুমতি দেওয়া হয় তবে সেক্ষেত্রে পরিচয় পত্র দেখাতে হবে তাঁদের। তারপরে আরও স্পেশাল ট্রেন বাড়ানো হয়। তাতে ব্যাঙ্ক কর্মী, সাংবাদিক, এবং স্বাস্থ্যকর্মীদের ওঠার ছাড়পত্র দেওয়া হয়। মেট্রোর ক্ষেত্রেও স্পেশাল মেট্রো চালানো হচ্ছে। তাতে বিশেষ পেশার সঙ্গে যুক্তদেরই উঠতে দেওয়া হচ্ছে।

অবরোধ সোনারপুর স্টেশনে

অবরোধ সোনারপুর স্টেশনে

রাজ্যে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খুলেছে শপিং মল, রেস্তরাঁ, দোকান বাজার। সরকারি এবং বেসরকারি অফিসও খুলেছে। কিন্তু লোকাল ট্রেন না চলায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। তাঁদের অফিস যেতে সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিবাদে তাই লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুর স্টেশনে অবরোধ করেন তাঁরা। যার জেলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অবরোধ।

 ১ জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ

১ জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ

১ জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ বহাল রাখা হয়েছে রাজ্যে। গণপরিবহণে কোনও ছাড় দেওয়া হয়নি। লোকাল ট্রেনেও ছাড় দেওয়া হয়নি। কাজেই সমস্যায় পড়ছেন অন্য পেশার সঙ্গে যুক্তরা। রেল প্রথমে লোকাল ট্রেন চালুর কথা বললেও রাজ্য সরকার তাতে অনুমতি দেয়নি।

English summary
Rail roko at Sonarpur station for the demand of Local train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X